লিখতে লিখতে বাবার কথা মনে পড়ে, পরীক্ষার খাতা ভিজে যায় অশ্রুজলে
বাবার স্বপ্নপূরণে পড়াশোনাই হাতিয়ার। তাই বাবার মৃত্যুর পরেও মাধ্যমিক পরীক্ষা দিল মেয়ে। চোখের জলে বাবাকে বিদায় জানালেন ঠিকই, সঙ্গে শপথও নিলেন স্বপ্নের উড়ানে সওয়ার হওয়ার। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে পড়াশুনাই যে একমাত্র হাতিয়ার তা বেশ ভালোরকম বুঝতে পেরেছিল বীরভূমের মিত্রপুরের শবনম খাতুন। বাবা BSF-এর হেড কনস্টেবল। গত তিরিশে জানুয়ারি কর্মক্ষেত্রে আত্মঘাতী হন বাবা। মঙ্গলবারই দেহ আনা হয় বাড়িতে। বাবাকে বাড়িতে রেখেই দ্বিতীয় ভাষার পরীক্ষা দিতে যায় শবনম।
ওয়েব ডেস্ক: বাবার স্বপ্নপূরণে পড়াশোনাই হাতিয়ার। তাই বাবার মৃত্যুর পরেও মাধ্যমিক পরীক্ষা দিল মেয়ে। চোখের জলে বাবাকে বিদায় জানালেন ঠিকই, সঙ্গে শপথও নিলেন স্বপ্নের উড়ানে সওয়ার হওয়ার। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে পড়াশুনাই যে একমাত্র হাতিয়ার তা বেশ ভালোরকম বুঝতে পেরেছিল বীরভূমের মিত্রপুরের শবনম খাতুন। বাবা BSF-এর হেড কনস্টেবল। গত তিরিশে জানুয়ারি কর্মক্ষেত্রে আত্মঘাতী হন বাবা। মঙ্গলবারই দেহ আনা হয় বাড়িতে। বাবাকে বাড়িতে রেখেই দ্বিতীয় ভাষার পরীক্ষা দিতে যায় শবনম।
অনেক অনেকের মধ্যে এই শবনমরাই ব্যতিক্রমী। শবনমরাই আগামী প্রজন্মকে পথ দেখায়। ওর প্রতি আমাদের সমবেদনা যেমন রইল, তেমনই শবনমের থেকে শিক্ষা নিলাম লড়াইয়ের।