চিকিত্‍সায় গাফিলতি, অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে চিকিত্‍সক

চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হল আসানসোল জেলা হাসাপাতালের চিকিত্‍সক আশিস কুমার ঘোষকে। শোকজ করা হয়েছে হাসপাতালের নার্স সুপারিন্টেন্ডেন্টকেও। ছাব্বিশে জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় আড়াই মাসের এক শিশুকে। শিশুর বাড়ি রানিগঞ্জের বল্লভপুরে। আঠাশ তারিখ নার্সরা দেখতে পান, সংক্রমণের কারণে শিশুটির হাত ক্রমশ নীল হয়ে যাচ্ছে। এরপরেই চিকিত্‍সার জন্য শিশুটিকে পাঠানো হয় এসএসকেএমে। মেডিক্যাল বোর্ডের অধীনে এসএসকেএমে চিকিত্‍সা চলছে শিশুটির। এই ঘটনায় চিকিত্‍সায় অবহেলার কারণে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিকিত্‍সক আশিস কুমার ঘোষকে। একইসঙ্গে ঘটনার তদন্তে হাসপাতাল সুপারের নেতৃত্বে গড়া হয়েছে তিন সদস্যের কমিটি। অভিযোগ, স্যালাইন দেওয়ার জন্য শিশুটির হাতে লাগানো হয়েছিল রাবারের নল। সেই নল খুলতে ভুলে যান চিকিত্‍সক। এর জেরেই শিশুটির হাতে সংক্রমণ থেকে পচন ধরে। যদিও আসানসোল জেলা হাসপাতাল সূত্রে এখবর স্বীকার করা হয়নি।

Updated By: Feb 2, 2016, 10:52 PM IST
চিকিত্‍সায় গাফিলতি, অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে চিকিত্‍সক

ওয়েব ডেস্ক: চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হল আসানসোল জেলা হাসাপাতালের চিকিত্‍সক আশিস কুমার ঘোষকে। শোকজ করা হয়েছে হাসপাতালের নার্স সুপারিন্টেন্ডেন্টকেও। ছাব্বিশে জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় আড়াই মাসের এক শিশুকে। শিশুর বাড়ি রানিগঞ্জের বল্লভপুরে। আঠাশ তারিখ নার্সরা দেখতে পান, সংক্রমণের কারণে শিশুটির হাত ক্রমশ নীল হয়ে যাচ্ছে। এরপরেই চিকিত্‍সার জন্য শিশুটিকে পাঠানো হয় এসএসকেএমে। মেডিক্যাল বোর্ডের অধীনে এসএসকেএমে চিকিত্‍সা চলছে শিশুটির। এই ঘটনায় চিকিত্‍সায় অবহেলার কারণে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিকিত্‍সক আশিস কুমার ঘোষকে। একইসঙ্গে ঘটনার তদন্তে হাসপাতাল সুপারের নেতৃত্বে গড়া হয়েছে তিন সদস্যের কমিটি। অভিযোগ, স্যালাইন দেওয়ার জন্য শিশুটির হাতে লাগানো হয়েছিল রাবারের নল। সেই নল খুলতে ভুলে যান চিকিত্‍সক। এর জেরেই শিশুটির হাতে সংক্রমণ থেকে পচন ধরে। যদিও আসানসোল জেলা হাসপাতাল সূত্রে এখবর স্বীকার করা হয়নি।

 

.