মদ-জুয়া-ইভটিজিংএর প্রতিবাদ করায় প্রহৃত যুবক!
ফের আক্রান্ত প্রতিবাদী। অবৈধ মদ ও জুয়ার প্রতিবাদ করায় এক যুবককে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার খড়দহের পাটুলিয়ায়।
ওয়েব ডেস্ক: ফের আক্রান্ত প্রতিবাদী। অবৈধ মদ ও জুয়ার প্রতিবাদ করায় এক যুবককে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার খড়দহের পাটুলিয়ায়।
অভিযোগ বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় গড়ে উঠেছে অবৈধ মদের ঠেক। মদের ঠেককে কেন্দ্র করে জুয়ার ঠেকেরও রমরমা। অতিষ্ট হয়ে উঠেছিলেন বাসিন্দারা। অভিযোগ মদ ও জুয়ার ঠেক থেকে উত্যক্ত করা হচ্ছিল এলাকার মহিলাদেরও। এরই প্রতিবাদ করেন স্থনীয় যুবক তারক সিংহ।
অভিযোগ, গতকাল রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে এনে চপার দিয়ে কোপায় দুষ্কৃতীরা। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দা ভরত ঘোষ। প্রতিবেশীদের চিৎকারে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারক সিংহের চিকিৎসা হয় স্থানীয় হাসপাতালে। তাঁর মাথায় সেলাই পড়েছে। আজ খড়দহ থানায় অভিযোগ দায়ের করে তারক সিংহের পরিবার। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।