আদালত চত্বরেই পুলিস-আইনজীবী মারামারি, রণক্ষেত্র শ্রীরামপুর কোর্ট

আদালত চত্বরেই পুলিস-আইনজীবী মারামারি। রণক্ষেত্র হুগলির শ্রীরামপুর কোর্ট। দেখা গেল মারমুখী, রণংদেহী আইনজীবীদের। রাজ্য দেখল, আত্মরক্ষায় ব্যস্ত পুলিসকে।  খবর সংগ্রহ করতে গিয়ে আইনজীবীদের বাধার মুখে পড়ে সংবাদমাধ্যমও।        

Updated By: Sep 28, 2015, 09:23 PM IST

ওয়েব ডেস্ক: আদালত চত্বরেই পুলিস-আইনজীবী মারামারি। রণক্ষেত্র হুগলির শ্রীরামপুর কোর্ট। দেখা গেল মারমুখী, রণংদেহী আইনজীবীদের। রাজ্য দেখল, আত্মরক্ষায় ব্যস্ত পুলিসকে।  খবর সংগ্রহ করতে গিয়ে আইনজীবীদের বাধার মুখে পড়ে সংবাদমাধ্যমও।        

বিচার-আইনরক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদেরই এই হাল!

পুলিসকে টেনে নিয়ে মার

এ ঘটনা সোমবার,  শ্রীরামপুর কোর্টের। সামান্য ওকালতনামা সই নিয়ে ধুন্ধুমার কাণ্ড। হাতাহাতি থেকে মারামারি আইনজীবী ও পুলিসকর্মীদের।

এক বন্দিকে নিয়ে এদিন আদালত চত্বরে গিয়েছিলেন অরুণ কীর্তনিয়া নামে এক পুলিসকর্মী। তাকে কোর্ট লকআপে ঢোকানোর পর, ওকালতনামা সই নিয়ে আইনজীবীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বাগকিতন্ডা চলাকালীন গুলি করার হুমকি দেয় পুলিস। ক্ষিপ্ত আইনজীবীদের হাত থেকে এরপর কে বাঁচায় পুলিসকে!   

বহিরাগত তত্ত্ব তুলছেন বটে আইনজীবীরা। কিন্তু ছবি তো বলছে অন্য কথা। ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে, সংবাধ্যমকেও বাধা দেন আইনজীবীরা।  

কিছুদিন আগেই বিচারক-বয়কট নিয়ে অশান্ত হয়ে উঠেছিল শ্রীরামপুর আদালত। অভিযোগ ওঠে, আইনজীবীদের উগ্র আচরণে ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজ। এদিনের ঘটনাও আরও একবার সেই প্রশ্ন তুলে দিল।   

.