জলপাইগুড়িতে আক্রান্ত শিক্ষিকা অভিযুক্ত সিভিক পুলিসের কর্মী, গাইঘাটায় সিভিক ভলান্টিয়ারের মাথা থেঁতলে খুন

Updated By: Feb 9, 2017, 09:33 AM IST
জলপাইগুড়িতে আক্রান্ত শিক্ষিকা অভিযুক্ত সিভিক পুলিসের কর্মী, গাইঘাটায় সিভিক ভলান্টিয়ারের মাথা থেঁতলে খুন

ব্যুরো: টিউশন পড়াতে গিয়ে আক্রান্ত হলেন শিক্ষিকা। অভিযোগ এক সিভিক পুলিসের কর্মীর বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। মহিলার অভিযোগ, বৈধ কাগজপত্র ও মাথায় হেলমেট থাকা সত্বেও তাঁকে আটকান ওই সিভিক পুলিস কর্মী। প্রথমে কথাকাটি, পরে তাঁকে মারধরও করা হয়। সিভিক পুলিসকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

 

মদের আড্ডায় বচসার জেরে খুন হলেন এক সিভিক ভলান্টিয়ার। গাইঘাটার বকচড়া এলাকার ঘটনা। স্থানীয় একটি প্রাইমারি স্কুলের বারান্দায় মদের আসর বসেছিল। সেই আসরেই কোনও কারণে বচসা শুরু হয়। অমিত বিশ্বাস নামে ওই সিভিক ভলান্টিয়ারের মাথা থেঁতলে দেয় কয়েকজন। তাকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন বিবাদ? কেই বা অমিত বিশ্বাসকে খুন করল, এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিস।  

.