মদ্যপ অবস্থায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ হাওড়ার জেলাশাসকের বিরুদ্ধে

মদ্যপ অবস্থায় এক সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠল হাওড়ার জেলাশাসক শুভাঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগ, আজ ভোরে সার্কিট হাউসে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি নামে ওই সরকারি কর্মীকে মারধর করেন জেলাশাসক। এমনকী, তাঁর স্ত্রীকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে জেলাশাসকের বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলাশাসক।

Updated By: Jan 8, 2014, 11:46 PM IST

মদ্যপ অবস্থায় এক সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠল হাওড়ার জেলাশাসক শুভাঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগ, আজ ভোরে সার্কিট হাউসে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি নামে ওই সরকারি কর্মীকে মারধর করেন জেলাশাসক। এমনকী, তাঁর স্ত্রীকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে জেলাশাসকের বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলাশাসক।

হাওড়ার ওল্ড কালেক্টরেক বিল্ডিংয়ের নিরাপত্তা কর্মী জিতেন্দ্র তিওয়ারি। হাওড়া সার্কিট হাউসে পরিবার নিয়ে থাকেন তিনি। অভিযোগ, বুধবার ভোর পাঁচটা নাগাদ হঠাতই সার্কিট হাউসে গিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে মদ্যপ অবস্থায় মারধর করেন জেলাশাসক শুভাঞ্জন দাস। তাঁর স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই সরকারি কর্মী। বুধবার ভোরে জেলাশাসকের কয়েকজন অতিথি সার্কিট হাউসে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। কর্তব্যরত কেয়ারটেকার গেট না খোলায় তাঁরা ঢুকতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাক। অভিযোগ তিনি কেয়ারটেকার বিকাশ রাউতকে মারধর করেন। এরপর জিতেন্দ্র তিওয়ারির ওপরও চড়াও হন বলে অভিযোগ। প্রতিবাদে জেলাশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সদস্যরা।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলাশাসক। উল্টে জিতেন্দ্র তিওয়ারিকে তিনি চেনেন না বলেও দাবি করেছেন তিনি। বুধবার সন্ধে সাতটা নাগাদ হাওড়া থানায় জেলাশাসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জিতেন্দ্র তিওয়ারি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিস।

.