মালবাজারে ফের চা শ্রমিকদের মৃত্যু
মালবাজারে ফের জোড়া চাশ্রমিকের মৃত্যু। দীর্ঘদিন ধরে অসুস্থতার পর রাতে বাগরাকোট বাগানে মৃত্যু বছর পয়ষট্টির শিব প্রধানের।
ওয়েব ডেস্ক: মালবাজারে ফের জোড়া চাশ্রমিকের মৃত্যু। দীর্ঘদিন ধরে অসুস্থতার পর রাতে বাগরাকোট বাগানে মৃত্যু বছর পয়ষট্টির শিব প্রধানের। জানা গেছে, গত নমাস ধরে ডানকান্সের বাগান বন্ধ থাকায় সামান্য আয় উপার্জনের সবরকম পথই বন্ধ হয়ে গিয়েছিল টপ লাইনের অবসরপ্রাপ্ত এই শ্রমিকের।
বাগান বন্ধ থাকায় কাজের সুযোগ ছিলনা পরিবারের বাকি সদস্যদেরও। অর্থাভাবের জেরে কার্যত বিনা চিকিত্সাতেই শিব প্রধানের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মরার ওপর খাঁড়ার ঘা অনাহার, অর্ধাহারও।
গত নমাসে ডানকান্সের এই বন্ধ বাগানে ইতিমধ্যেই উনতিরিশজনের মৃত্যু হয়েছে। তবে এখনও অর্ধাহারে, অনাহারে মৃত্যুর দাবি মানতে নারাজ প্রশাসন ।
তাঁদের পাল্টা দাবি বন্ধ বাগানে শ্রমিকদের জন্য সবরকম বন্দোবস্ত করেছে সরকার। অন্যদিকে বাগরাকোটের পরেই আজ সকালে ফের চাশ্রমিকের মৃত্যু হয় এবার নাগেশ্বরী চা বাগানেও।
জানা গেছে অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বছর পঁয়ষট্টির শুকরা মানকির। নাগেশ্বরী চা বাগানের ২২ নং ডিভিশনের বাসিন্দা ছিলেন তিনি।