ব্যাট দিয়ে ছাত্র পেটানোয় অভিযুক্ত শিক্ষকের ১৪ দিনের জেল হেফাজত
ব্যাট দিয়ে ছাত্র পেটানোয় অভিযুক্ত শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শিক্ষক দেবজ্যোতি দাসের বিরুদ্ধে ৩২৬, ৫০৬, ৩৪১ ও ২০১ ধারায় অভিযোগ দায়ের করে পুলিস। আজ বারাসত আদালতে তোলা হলে, দেবজ্যোতি দাসকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রাজারহাটের নর্থ পয়েন্ট স্কুলের ক্লাস সিক্সের ছাত্র মহম্মদ সাহিন মণ্ডল। গতকাল পড়া না পারায় স্কুলের হস্টেলে সাহিনকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ ওঠে শিক্ষক দেবজ্যোতির বিরুদ্ধে। এমনকি সাহিনের মাথা ফেটে রক্ত ঝরার পরেও মার থেকে রেহাই মেলেনি বলে অভিযোগ। উল্টে মারধরের কথা জানালে দেবজ্যোতি ওই ছাত্রকে খুনের হুমকি দেন বলে অভিযোগ। রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিস। আজ জেল হেফাজতে পাঠাল আদালত।
ওয়েব ডেস্ক: ব্যাট দিয়ে ছাত্র পেটানোয় অভিযুক্ত শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শিক্ষক দেবজ্যোতি দাসের বিরুদ্ধে ৩২৬, ৫০৬, ৩৪১ ও ২০১ ধারায় অভিযোগ দায়ের করে পুলিস। আজ বারাসত আদালতে তোলা হলে, দেবজ্যোতি দাসকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রাজারহাটের নর্থ পয়েন্ট স্কুলের ক্লাস সিক্সের ছাত্র মহম্মদ সাহিন মণ্ডল। গতকাল পড়া না পারায় স্কুলের হস্টেলে সাহিনকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ ওঠে শিক্ষক দেবজ্যোতির বিরুদ্ধে। এমনকি সাহিনের মাথা ফেটে রক্ত ঝরার পরেও মার থেকে রেহাই মেলেনি বলে অভিযোগ। উল্টে মারধরের কথা জানালে দেবজ্যোতি ওই ছাত্রকে খুনের হুমকি দেন বলে অভিযোগ। রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিস। আজ জেল হেফাজতে পাঠাল আদালত।