বুথে তৃণমূলের ২ এজেন্ট নির্দেশ দিচ্ছেন ভোটারদের

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। কথা ছিল বুথ পাহাড়ায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পুরুলিয়ার বলরামপুরের একটি বুথে এর ঠিক উল্টো ছবি ধরা পড়ল ২৪ ঘণ্টার ক্যামেরায়।

Updated By: Apr 4, 2016, 11:10 AM IST
বুথে তৃণমূলের ২ এজেন্ট নির্দেশ দিচ্ছেন ভোটারদের

ওয়েব ডেস্ক: সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। কথা ছিল বুথ পাহাড়ায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পুরুলিয়ার বলরামপুরের একটি বুথে এর ঠিক উল্টো ছবি ধরা পড়ল ২৪ ঘণ্টার ক্যামেরায়। গাড়া ফুসরা প্রাইমারি স্কুলের ২৩৯ নম্বর বুথে ভোটারদের নির্দেশ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট। এক জন নন, তৃণমূলের দুজন এজেন্ট ওই বুথে। তৃণমূল এজেন্টদের নির্দেশ মেনেই ভোট দিতে বাধ্য হচ্ছেন ভোটাররা।

শুধু তাই নয়, একই বুথে আরেক অনিয়মের ছবি। বুথ পাহাড়ায় কেন্দ্রীয় বাহিনী নয়। রাজ্য পুলিসের লাঠিধারী পুলিস। আর রাজ্য পুলিসের লাইন ঠিক করার কাজ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ২৪ ঘণ্টায় এ খবর সম্প্রচারিত হওয়ার পরই ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে ডিএমের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।

.