বাইচুং মোর্চাকে সঙ্গে নিয়ে ভোটে লড়ার কথা বলতেই রেগে আগুন পাহাড়ের তৃণমূল নেতা আপ্পা
পাহাড়ের তৃণমূল নেতাদের ক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। আজ পাহাড়ে গিয়ে মোর্চাকে সঙ্গে নিয়ে ভোটে লড়ার কথা বাইচুং বলতেই রেগে আগুন হিল তৃণমূলের নেতা আপ্পা রাজন। ক্ষোভ সামাল দিতে তৃণমূল নেতা গৌতম দেবকে বৈঠক করতে হয়। সেই বৈঠকের পরই ভোল বদল করেন বাইচুং ভুটিয়া। দিল্লি থেকে ফিরেই পাহাড়ে পৌছে গিয়েছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি রাজনীতির এই নয়া মুখ।
পাহাড়ের তৃণমূল নেতাদের ক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। আজ পাহাড়ে গিয়ে মোর্চাকে সঙ্গে নিয়ে ভোটে লড়ার কথা বাইচুং বলতেই রেগে আগুন হিল তৃণমূলের নেতা আপ্পা রাজন। ক্ষোভ সামাল দিতে তৃণমূল নেতা গৌতম দেবকে বৈঠক করতে হয়। সেই বৈঠকের পরই ভোল বদল করেন বাইচুং ভুটিয়া। দিল্লি থেকে ফিরেই পাহাড়ে পৌছে গিয়েছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি রাজনীতির এই নয়া মুখ।
বাইচুংয়ের মুখে বিমল গুরুং এবং মোর্চাকে সমর্থনের কথা শুনেই অগ্নিশর্মা হিল তৃণমূলের সহ সভাপতি আপ্পা রাজন। আপ্পা রাজনকে থামাতে চাইলেন দার্জিলিং জেলা তৃণমূলের নেতা গৌতম দেব। তবুও বিস্ফোরক তৃণমূলের সহ সভাপতি। এরপরই রুদ্ধদ্বার বৈঠক। আর সেই বৈঠক থেকে বেরিয়ে একেবারে ইউ-টার্ন বাইচুং ভুটিয়ার। বললেন পাহাড়ে তৃণমূলের একা লড়াই করার ক্ষমতা আছে।
পরক্ষণেই গৌতম দেবের সাফাই, বাইচুংয়ের মন্তব্য নিয়ে দলের অন্দরে কোনও ক্ষোভ নেই। সংবাদমাধ্যমের সামনে পাহাড়ের প্রার্থী এবং দলীয় নেতার কাজিয়ায় অস্বস্তিটা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের।