পঞ্চায়েতের উপনির্বাচনেও দুই মেদিনীপুরেই একচ্ছত্র তৃণমূল
পঞ্চায়েতের উপনির্বাচনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একচ্ছত্র তৃণমূল। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বেশিরভাগ আসনই দখল করেছে শাসকদল। বাম শক্তি তলানিতে। সূর্যকান্ত মিশ্রের খাসতালুক নারায়ণগড়েই বামেদের হারিয়ে জয়ী তৃণমূল।ভোটের আগে বিনা লড়াইয়েই অর্ধেক আসন দখল করেছিল শাসক দল। দুই মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উপনির্বাচনেও বিপুল জয় পেল তৃণমূল।
পূর্ব মেদিনীপুর
গ্রাম পঞ্চায়েতের ১৬ টি আসনে বিনা লড়াইয়ে জয়ী হয় তৃণমূল
গ্রাম পঞ্চায়েতের বাকি কুড়িটি এবং পঞ্চায়েত সমিতির চারটি আসনের ভোটেও তৃণমূলেরই জয়জয়কার।
ভোট হয় গ্রাম পঞ্চায়েতের ২০ ও পঞ্চায়েত সমিতির ৪টি আসনে
গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনে জয়ী তৃণমূল প্রার্থীরা
পঞ্চায়েত সমিতির ৪টি আসনও তৃণমূলের দখলে
গ্রাম পঞ্চায়েতের ৪ টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী
বামফ্রন্টের দখলে গ্রাম পঞ্চায়েতের ৩টি আসন
পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ৪টি আসন বিরোধীদের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল
পশ্চিম মেদিনীপুর
কার্ড-গ্রাম পঞ্চায়েতের ১০ টি আসন বিনা লড়াইয়ে দখল করে শাসক দল
গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ভোটেও শাসক দলের জয়জয়কার
গ্রাম পঞ্চায়েতের ৬টি এবং পঞ্চায়েত সমিতির একমাত্র আসনেও তৃণমূল প্রার্থীরা জয়ী
গ্রাম পঞ্চায়েতের ২ টি আসনে জয়ী বামফ্রন্ট, একটি আসন নির্দল প্রার্থীর দখলে
লাভ-ক্ষতির হিসাবে পশ্চিম মেদিনীপুরেও এগিয়ে তৃণমূল। দুই মেদিনীপুরেই জয়ের নেপথ্য কারিগর হিসাবে উঠে আসছে সাংসদ শুভেন্দু অধিকারীর নাম। রাজনৈতিক মহলের ধারণা,পঞ্চায়েতের উপনির্বাচনে এই বিপুল জয় দলের অন্দরেও শুভেন্দুর রাশ আরও পোক্ত করবে।