রাজ্য জুড়ে 'ভোট বিহীন' ছাত্র সংসদ নির্বাচনে টিমসিপি রাজ, প্রশ্ন উঠছে ঘাসফুলের অন্দরেই
ছাত্র সংসদ নির্বাচনে নজির গড়তে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। ৩৯৭টি কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯০টি দখল করেছে ঘাসফুল শিবির। তবে, ৯০% কলেজে ভোটই হয়নি। এ তাহলে কেমন জয়? প্রশ্ন তৃণমূলের অন্দরেই।
ব্যুরো: ছাত্র সংসদ নির্বাচনে নজির গড়তে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। ৩৯৭টি কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯০টি দখল করেছে ঘাসফুল শিবির। তবে, ৯০% কলেজে ভোটই হয়নি। এ তাহলে কেমন জয়? প্রশ্ন তৃণমূলের অন্দরেই।
বেশ কিছুদিন ধরে কলেজের নির্বাচন খবরের শিরোনামে।
এত অশান্তির শেষে কলেজ ভোটের কি ফল দাঁড়াল? তথ্য রীতিমতো চমকপ্রদ।
৩৯৭টি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে
তৃণমূলের দখলে এসেছে ৩৯০টি কলেজ
অন্যান্যরা দখল করতে পেরেছে মাত্র ৭টি কলেজ।
প্রথমে দেখে নেওয়া যাক বিশ্ববিদ্যালয়ের ফলাফল। যাদবপুর ও প্রেসিডেন্সি বাদে ৭টি বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভোট
টিএমসিপি ৭
অন্যান্য ০
একই ছবি কলেজের ক্ষেত্রেও
কলেজে ভোট
নির্বাচন হয়েছে ৩১২টি কলেজে
টিএমসিপি জিতেছে ৩০৫টি কলেজে
এসএফআই দখল করেছে ১টি
এবিভিপি জয়ী হয়েছে ২টি
ডিএসও জয়ী হয়েছে ২টিতে
ছাত্র পরিষদ পেয়েছে ২টি
অর্থাত্ ৯৮ শতাংশ কলেজে জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ।
একনজরে দেখে নেওয়া যাক মেডিক্যাল কলেজগুলির ছবি। ভোট হয়েছে ৬টি মেডিক্যাল কলেজে। ৬টিই দখল করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
৭২টি পলিটেকনিক ও ITI কলেজে ভোট হয়েছে
TMCP জয়ী ৭২টিতে
অন্যান্য ০
প্রাক্তন ছাত্রনেতারাও স্বীকার করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে এমন ফল এরআগে কখনও কোনও সংগঠন কোনওদিন করতে পারেনি। বলা যেতে পারে কলেজ নির্বাচনে এবার নজির গড়ল তৃণমূল ছাত্র পরিষদ।
তবে, এরপরও ছোট্ট একটা তথ্য রয়েছে। ৩৯০টি জয়ী কলেজের মধ্যে ভোটই হয়নি ৩৭৮টিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এসেছে জয়।