এবিপিটিএ-র সম্মেলনে তৃণমূলের হামলা
বামফ্রন্টের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সম্মেলনে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউনে মঙ্গলবার বামফ্রন্টের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র দু`নম্বর জোনাল কমিটির সম্মেলন চলছিল। অভিযোগ, সম্মেলন চলাকালীন প্রায় ৭০ জনের একটি দল আচমকাই চাড়াও হয় সম্মেলন হলে।
বামফ্রন্টের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সম্মেলনে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউনে মঙ্গলবার বামফ্রন্টের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র দু`নম্বর জোনাল কমিটির সম্মেলন চলছিল। অভিযোগ, সম্মেলন চলাকালীন প্রায় ৭০ জনের একটি দল আচমকাই চাড়াও হয় সম্মেলন হলে।
এবিপিটিএ-র পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিশ্বনাথ মণ্ডলকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।