তৃণমূলে 'তোলা কোন্দল', এক গোষ্ঠী তোলা তোলে, আরেক গোষ্ঠী তোলাবাজদের ধরে
তৃণমূল অটো ইউনিয়নের নেতার নামে তোলাবাজি। আর তোলাবাজদের ধরল তৃণমূলেরই আরেক গোষ্ঠী।
ওয়েব ডেস্ক: তৃণমূল অটো ইউনিয়নের নেতার নামে তোলাবাজি। আর তোলাবাজদের ধরল তৃণমূলেরই আরেক গোষ্ঠী।
দুর্গাপুরের একটি পেট্রোল পাম্পে অটোচালকদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করত শেখ জালুরসহ কয়েকজন যুবক। টাকা আদায় করা হত দুর্গাপুর তৃণমূল অটো অ্যাসোসিয়েশনের বিলে। বিলে নাম রয়েছে তৃণমূল নেতা প্রদীপ বিশ্বাস ও শান্তনু সোমের। প্রতিদিন প্রায় ১৪০০ টাকা এভাবে আদায় করত তোলাবাজরা। বুধবার বিষয়টি নজরে আসে তৃণমূলেরই আরেক গোষ্ঠীর নেতাদের। প্রথমে তারা বিষয়টি জানান আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রভাত চ্যাটার্জিকে। অভিযোগ, তিনি কড়া ধমক দিয়ে ছেড়ে দেন অভিযুক্তদের। আইএনটিটিইউসি নেতার এই মনোভাবে ক্ষুব্ধ হন তৃণমূলের পাল্টা গোষ্ঠীর লোকজন।
এরপর তোলাবাজদের তুলে দেন দুর্গাপুর সিটি সেন্টার পুলিসের হাতে। এঘটনায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে জমায়েত করে দুপক্ষই। লাঠিসোটা নিয়ে এক পক্ষ হামলা চালায় অন্য পক্ষের ওপর। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিস।