পুলিসি জুলুমের অভিযোগ তুলে কাটোয়ায় পথ অবরোধ ট্রাক চালকদের

বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুলিসি জুলুমের অভিযোগ। আর তার জেরেই পথ অবরোধে নামলেন কাটোয়ার বালির গাড়ির চালকরা। ভোর থেকে রাস্তা অবরুদ্ধ থাকায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Updated By: Dec 29, 2016, 05:42 PM IST
পুলিসি জুলুমের অভিযোগ তুলে কাটোয়ায় পথ অবরোধ ট্রাক চালকদের
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুলিসি জুলুমের অভিযোগ। আর তার জেরেই পথ অবরোধে নামলেন কাটোয়ার বালির গাড়ির চালকরা। ভোর থেকে রাস্তা অবরুদ্ধ থাকায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন- নদী থেকে বালি-বোল্ডার তোলার পারমিট দিতে হবে, এই দাবিতে অবরোধ জলপাইগুড়ির গোশালা মোড়ে

নদী থেকে বালি তুলে শহরের বিভিন্ন এলাকায় নিয়ে যান চালকরা। ট্রাক চালকদের অভিযোগ, গাড়িতে বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুলিস তাদের আটকে জোর করে টাকা আদায় করছে। টাকা না দিতে চাইলে মারধরও করা হচ্ছে বিভিন্ন সময়। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে যাজিগ্রামের তিনমাথার মোড়ে বালির গাড়ি লাগিয়ে অবরোধ শুরু করেন ট্রাক চালকরা। এর জেরে কাটোয়া-বর্ধমান ও কাটোয়া-সিউড়ি রুটের বাস চলাচলও বন্ধ হয়ে য়ায়।

.