BJP-কে ঠেকাতে বাম ভোট গিয়েছে তৃণমূলে, মেনে নিলেন Surjya Kanta

বিজেপিকে ঠেকাতে সংযুক্ত মোর্চাকে বিকল্প ভাবেননি মানুষ, রাজ্য কমিটির বৈঠকে জানালেন সূর্যকান্ত (Surjya Kanta Mishra)। 

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jun 19, 2021, 11:55 PM IST
BJP-কে ঠেকাতে বাম ভোট গিয়েছে তৃণমূলে, মেনে নিলেন Surjya Kanta

নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে (BJP) আটকাতে সিপিএমের (CPM) ভোট গিয়েছে তৃণমূলে। রাজ্য কমিটির বৈঠকে কার্যত মেনে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। সূত্রের খবর এমনটাই।  

 

সূত্রের খবর, শনিবার রাজ্য কমিটির বৈঠকে শুরুতেই রিপোর্ট পেশ করেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। বলেন,''আমরা মনে করেছি বিজেপিকে হঠাব। কিন্তু মানুষ সেজন্য তৃণমূলকেই উপযুক্ত ভেবেছেন। তৃণমূলের ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি কট্টর বামেরাও সংযুক্ত মোর্চাকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিকল্প হিসেবে ভাবেননি। এটা আমাদের ব্যর্থতা।'' প্রকারান্তরে সূর্যকান্ত মিশ্র মেনে নিলেন, সিপিএমের ভোটেই পুষ্ট হয়েছে তৃণমূলের ইভিএম। 
   

শনিবার সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকারের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠকে বসেন সিপিএম রাজ্য নেতৃত্ব। ওই বৈঠকে সংযুক্ত মোর্চা নিয়ে আলোচনা হয়েছে। পুরভোটে জোটের ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে এ দিন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু সিপিএম জোট ভাঙার দায় নিজেদের উপরে রাখতে চায় না। তাদের বক্তব্য, কোনও দল সিদ্ধান্ত নিতেই পারে। জোট ভাঙলে মানুষের ভরসা ভাঙবে। যদিও সিপিএমের বেশিরভাগ জেলা নেতৃত্ব এ দিন সংযুক্ত মোর্চাকে নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন- পুরভোটে জোট নিয়ে এখনই সিদ্ধান্ত হয়নি: Adhir; জোট ছাড়ছি না: Surjya Kanta

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.