নারদের স্টিং অপারেশন নিয়ে কে কী বললেন

নারদ নিউজের স্টিং অপারেশনকে হাতিয়ার করে সরব বিরোধীরা। আজ সাংবাদিক সম্মেলন করে ২৫ মিনিটের ফুটেজ দেখান বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। তাঁর দাবি, ফুটেজ থেকেই স্পষ্ট দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল সরকার। ফুটেজ নিয়ে সরব বামেরা শিবিরও। কমিশনের কাছে প্রয়োজনে ভোট স্থগিত রাখার আর্জি জানাচ্ছে বামেরা। তৃণমূল শিবিরের পাল্টা যুক্তি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ষড়যন্ত্র করছে বিরোধী শিবির। গোটা ভিডিওটাই আদতে ভুয়ো। নারদ নিউজের এডিটর ম্যাথিউ স্যামুয়েলের পাল্টা দাবি, তাদের হাতে ৫২ ঘণ্টার ফুটেজ রয়েছে। যদিও, ফুটেজ খতিয়ে দেখেনি ২৪ ঘণ্টা।

Updated By: Mar 14, 2016, 08:58 PM IST
নারদের স্টিং অপারেশন নিয়ে কে কী বললেন

ওয়েব ডেস্ক: চাঞ্চল্যকর স্টিং অপারেশন ওয়েব পোর্টাল নারদ নিউজের। নিজস্ব ওয়েবসাইটে ২৫ মিনিটের ফুটেজ আপলোড করেছে নারদা। পোর্টালের এডিটর ম্যাথিউ স্যামুয়েলের দাবি, ২০১৪-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনটি শুরু করেন তিনি। উদ্দেশ্য দুর্নীতি ফাঁস। ইমপেক্স কনসালটেনসি নামে একটি ভুয়ো সংস্থার কর্ণধার পরিচয় দিয়ে ২ বছরেরও বেশি সময় ধরে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। স্যামুয়েলের দাবি,ব্যবসায়িক সুবিধা চেয়ে নেতামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার সময়ই ঘুস দিতে চাওয়া হয়। তাদের কথপোকথন গোপনে ক্যামেরা বন্দি হয়। ৫২ ঘণ্টার ফুটেজ থেকে ২৫ মিনিট ওয়েবসাইটে আপলোড করেছে নারদা নিউজ।

ফুটেজ প্রকাশ্যে আসার পরই তোলপাড় রাজনৈতিক মহলে। এক নজরে দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে কার কী মত।

সূর্যকান্ত মিশ্র- পাপের টাকায় রাজত্ব করছে তৃণমূল সরকার। নারদ নিউজের করা স্টিং অপারেশন ইস্যুতে, মন্তব্য বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের। নারায়ণগড়ে নিজের নিধানসভা কেন্দ্রের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দরকার হলে ভোট পিছিয়ে দিক কমিশন। বামেরা এর শেষ দেখেই ছাড়বে। এই হুঁশিয়ারিও শোনা যায় তাঁর গলায়।   

মুকুল রায়-  নারদ নিউজের স্টিং অপারেশন পুরোপুরি সাজানো। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে তৃণমূল। ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ওয়েব পোর্টালে স্টিং অপারেশন নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল নেতা মুকুল রায়ের। তাঁর দাবি, গোটা ভিডিওটিই ভুয়ো।

ডেরেক ওব্রায়েন- তৃণমূলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা চলছে। দাবি তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনের।    

ম্যাথিও স্যামুয়েল- দুর্নীতি ফাঁস করাই আমাদের একমাত্র লক্ষ্য ছিল। দাবি নারাদা নিউজের এডিটর ম্যাথিউ স্যামুয়েলের।

সিদ্ধার্থনাথ সিং- নারদার স্টিং অপারেশনের পর পদে থাকার অধিকার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবিলম্বে পদত্যাগ করুণ মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের।

শ্যামল চক্রবর্তী- নারদার স্টিং অপারেশনের ফুটেজ সত্যি কিনা খতিয়ে দেখা হোক। সত্যি হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিক্রিয়া সিটু নেতা শ্যামল চক্রবর্তীর।   

মহঃ সেলিম- টাকা তোলার মেশিনারি হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। নারদের স্টিং অপারেশনে সত্যিটা সামনে এসেছে। বলছেন সিপিএম নেতা মহঃ সেলিম।

অধীর চৌধুরি- সত্যকে ধামা চাপা দেওয়া যায় না। তাই, ক্যামেরায় ধরা পড়ে গেছে তৃণমূল নেতাদের টাকা নেওয়ার ছবি। মন্তব্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।

পার্থ চট্টোপাধ্যায়- স্টিং অপারেশন নিয়ে শাসকদলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে বিজেপি-সিপিএম। বিরোধীরা কি রাজনৈতিক লড়াই ছেড়ে দিলেন? পাল্টা প্রশ্ন তুলেছেন  পার্থ চট্টোপাধ্যায়। দলীয় নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশনকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন পার্থ চট্টোপাধ্যায়। ষড়যন্ত্রকারী হিসাবে বিরোধীদের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

 

.