'যা ছিল বাম, তাই হয়েছে শ্যাম', Modi-র পথেই হাঁটলেন Mamata

রাম-বামে যে কোনও ফারাক নেই, তা এ দিন বোঝানোর চেষ্টা করেছেন মমতা। 

Updated By: Feb 9, 2021, 05:18 PM IST
'যা ছিল বাম, তাই হয়েছে শ্যাম', Modi-র পথেই হাঁটলেন Mamata

নিজস্ব প্রতিবেদন: বাম-কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে জিতিয়ে দেওয়া। রবিবার মোদী (Narendra Modi) যেভাবে 'একের বিরুদ্ধে এক' লড়াইয়ের সুর বেঁধেছিলেন, সেটাই এবার তৃণমূল নেত্রীর গলায়। মঙ্গলবার কালনা ও মুর্শিদাবাদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার মনে করিয়ে দিলেন,'ভোটটা শুধু তৃণমূলকেই দেবেন। বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূলই।'

রাম-বামে যে কোনও ফারাক নেই, তা এ দিন বোঝানোর চেষ্টা করেছেন মমতা (Mamata Banerjee)। কালনায় তিনি বলেন, 'যা ছিল বাম, তাই হয়েছে বিজেপির শ্যাম। বাম ও শ্যাম নেইকো কোনও দাম। মনে রাখবেন, শান্তিতে থাকতে গেলে তৃণমূলই আপনার বন্ধু। ভালোভাবে থাকলে গেলে তৃণমূলই আপনার বন্ধু। খাদ্য-বাসস্থান সব কিছুকে রক্ষা করতে হলে তৃণমূলের বিকল্প তৃণমূল। একটা ভোটও সিপিএমকে নয়, বিজেপিকে নয়। আপনার ভোট শুধু তৃণমূলে আসবে।' 

ভোটের আগে নতুন দল ঘোষণা করেছেন ফুরফুর শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। তাঁর দলের বাম-কংগ্রেস জোটে থাকার সম্ভাবনা। আব্বাসের সঙ্গে এআইএমআইএমের আসাউদ্দিন ওয়াইসির কথাও হয়েছে। ফলে, সংখ্যালঘু ভোট ভাগের লাভ ঘরে তুলতে পারে বিজেপি। সে কথাই উঠে এল মমতার ভাষণে। তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) সতর্কবার্তা,'সাম্প্রদায়িকতার জিগির তুলতে দেবেন না। অশান্তি করার জন্য মুসলিম সংগঠনকে পাঠিয়ে দেয়। আপনার একটা ভোট অন্য জায়গায় পড়লে বিজেপির দিকে চলে যাবে। সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, তৃণমূলে ভোটটা দেবেন। যদি বিজেপিকে চান তাহলেই অন্য জায়গায় ভোট দেবেন।'

আরও পড়ুন- 'টাকা নিয়ে দল বিক্রি করি না, ধমকে চমকে লাভ নেই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়েই বাঁচব'

বাম-কংগ্রেস-বিজেপিকে একাসনে বসিয়ে মমতা (Mamata Banerjee) বলেন,'কংগ্রেস জেতার জন্য বড় বড় কথা বলবে তবে ওরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে না। সিপিএম বিজেপির বড় বন্ধু। কংগ্রেস, সিপিএম পারবে না। তৃণমূলই বিজেপিকে হারিয়ে বাংলাকে মা মাটির মানুষের জন্য উৎসর্গ করবে।' প্রসঙ্গত, হলদিয়ায় বাম, কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, 'তৃণমূলের গোপন বন্ধুদের থেকে সাবধান থাকা দরকার। ম্যাচ ফিক্সিংয়ের কথা অনেক শুনেছেন। বাম, কংগ্রেস ও তৃণমূল মিলে পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে। দিল্লিতে বন্ধ ঘরে বাম-কংগ্রেস-তৃণমূল একসঙ্গে রণনীতি সাজায়।' 

আরও পড়ুন- 'সস্তায় ক্ষমতা পেয়ে মস্তি করছে ভাইপো', তারাপীঠ থেকে অভিষেককে আক্রমণ JP Nadda-র

তৃণমূলের বিরুদ্ধে লড়ছে বিজেপি ও বাম-কংগ্রেস জোট। এই ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটি অবধারিত। ফলে, শাসক বিরোধী ভোট বা বিজেপি বিরোধী ভোট ভাগ হলে প্রভাব ফেলবে চূড়ান্ত ফলাফলে। রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন একদা সিপিএম বিরোধী নেত্রী। আবার তৃণমূল বিরোধী ভোট নিজেদের ইভিএমে আনচে সচেষ্ট নরেন্দ্র মোদীও।        

আরও পড়ুন- বাম বাড়লে কমবে রাম? অঙ্ক বুঝে 'ম্যাচ ফিক্সিং' তত্ত্ব Modi-র; প্রমাণ করুন: Sujan

.