রঙ ও রক্ত

Updated By: Mar 18, 2015, 06:17 PM IST

বসন্ত উত্‍সবে রঙের ছড়াছড়ি। লাল, হলুদ, সবুজ, বাসন্তী আরও কত কী!  কিন্তু সব যে গুলিয়ে দিচ্ছে ওই লাল রং।

হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কারই বা ভাল লাগে! এমন আনন্দের দিনে দুঃখবিলাস, তাও বড় বেমানান। কিন্তু লাল রঙে চোখ পড়লেই, বদলে যাচ্ছে মন। কারণ মনের ক্যালাইডোস্কোপে পড়তেই রং বদলে যাচ্ছে রক্তে।

ঢাকার রাজপথে ভিড়ের মধ্যে রক্ত নদীতে ভাসছিলে তুমি। কিছুক্ষণ আগেও হেঁটেছিলে বইমেলায়। আর তোমারই কিনা মাথাটা ঝুলছিল ঘাড় থেকে!

এত রক্ত! এমন রক্ত! কী করে ভুলি তোমায়!

দিব্যি তো ছিলে। বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে, বই লিখে শান্তিতে কেটে যেত জীবন। কী দরকার ছিল মৌলবাদ আর ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার? প্রতিবাদহীন নিস্তরঙ্গ শান্তির জীবন তোমার পছন্দ হয়নি। জীবন বাজি রেখে সমাজে আলো জ্বালতে নেমেছিলে। অন্ধকারের জীবদের তা সহ্য হয়নি। তোমাকে স্তব্ধ করে তারা তৃপ্ত।

তোমার রক্ত কিন্তু ভাবাচ্ছে অনেককেই। তাই বসন্ত উত্‍সবে লাল রং দেখলেই মনে আসছে রক্তে ভেজা ছবিগুলো।

পিচে মোড়া রাজপথ চুঁইয়ে গড়িয়ে আসা ওই রক্ত ঢুকে গেছে আমাদের শরীরে। সেই সব শরীরে, যেখানে এতদিন প্রতি সন্ধেয় কেউ যেন ইয়ার্কি করে ঢুকিয়ে দিত ব্যাঙের রক্ত। যেপথে যাওয়া, ফিরতে হোত সেপথেই।

কিন্তু এখন তোমার রক্তে সোজা হচ্ছে সমাজের শিরদাঁড়া। সীমান্ত পেরিয়ে ওপার বাংলার  আবেগ ঢুকে গিয়েছে এপারেও। খাঁচায় থেকে খাঁচার শিকল কাটা কত কঠিন, তাতো জীবন দিয়ে তুমিই দেখিয়েছো।  

বসন্ত উত্‍সবের সকালে লাল রং ছুঁতে গিয়ে ভারী হয়ে আসে মন। তোমার রক্তের লালিমা এখন উত্সবের আভাতেও।

.