আমরা হারিয়েছি মানুষের ভিড়ে
মানুষ, অস্যংখ্য মানুষ, দুর্গত মানুষ, পীড়িত মানুষ, কষ্টে থাকা মানুষ, দুঃখ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া মানুষ, কত মানুষের মুখোমুখি আমরা। এই মানুষদের ছুঁয়ে থাকার চেষ্টা করেছি আমরা। এই চেষ্টাই আমাদের মন্ত্র। মানুষকে ছুঁয়ে থাকার চেষ্টা। সেই মন্ত্রেই আরও একবার দীক্ষা নিয়ে ২৪ ঘন্টার ওয়েবসাইটের নতুন যাত্রা।
অনেকে প্রশ্ন করেন। আপনি কী মনে করেন? কেন আপনাদের চ্যানেল, মানে ২৪ ঘণ্টা, এক নম্বর চ্যানেল? টিআরপি, মিআরপির হিসেবে?
উত্তরটা দিতে পারি না। কারণ জানাই নেই উত্তরটা। সহজ কোনও সমাধানসূত্র বা উত্তর আছে কি ১ নম্বরের রসায়নের?
থাকতে পারে? না। অবশ্যই না।
তবু উত্তর তো থাকবেই। তার সন্ধানে গিয়ে দেখি শুধু মানুষের মুখ। মানুষ, অস্যংখ্য মানুষ, দুর্গত মানুষ, পীড়িত মানুষ, কষ্টে থাকা মানুষ, দুঃখ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া মানুষ, কত মানুষের মুখোমুখি আমরা। এই মানুষদের ছুঁয়ে থাকার চেষ্টা করেছি আমরা। এই চেষ্টাই আমাদের মন্ত্র। মানুষকে ছুঁয়ে থাকার চেষ্টা। সেই মন্ত্রেই আরও একবার দীক্ষা নিয়ে ২৪ ঘন্টার ওয়েবসাইটের নতুন যাত্রা। আপনাদের শুভেচ্ছা এই যাত্রাকে আরও কুসুমাস্তীর্ণ করুক, এই কামনা করি।
অঞ্জন বন্দ্যোপাধ্যায়
(এডিটর ইনপুট)