একাধিক শূন্যপদে নিয়োগ করবে জেনারেল ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

অনলাইন আবেদন করা যাবে ১১ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। অনলাইন পরীক্ষা হবে আগামী ৫ অক্টোবর।

Updated By: Aug 25, 2019, 11:36 AM IST
একাধিক শূন্যপদে নিয়োগ করবে জেনারেল ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন: জেনারেল ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ২৫ জন স্কেল ওয়ান অফিসার নিয়োগ করা হবে। 

শূন্যপদ: ফিনান্স/ অ্যাকাউন্টস: ৯, ইনফরমেশন টেকনোলজি: ২, লিগ্যাল: ৬, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: ১, সিভিল ইঞ্জিনিয়ারিং: ২, মেরিন ইঞ্জিনিয়ারিং: ১, কোম্পানি সেক্রেটারি: ২, হিন্দি: ১

যোগ্যতা: সব ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ, তপশিলি/ উপজাতিদের ৫৫ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে। 

বয়সসীমা: ২১ অগাস্ট ২০১৯ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন। 

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারনেরভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হল- www.gicofindia.com। 

আবেদনের ফি: ৫০০টাকা সঙ্গে জিএসটি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্য়াশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া হবে। তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে। 

আবেদনের পদ্ধতি: https://www.gicofindia.com/en/ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। অনলাইন পরীক্ষা হবে আগামী ৫ অক্টোবর। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

.