উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের এই পদে চাকরির সুবর্ণ সুযোগ!

এমপ্লয়িজ স্টেট ও আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগেক জন্য সম্প্রতি এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত।

Updated By: Mar 8, 2019, 11:44 AM IST
উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের এই পদে চাকরির সুবর্ণ সুযোগ!

নিজস্ব প্রতিবেদন: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? তাহলে কেন্দ্রীয় সরকারে এই পদের জন্য আবেদন করুন।  কলকাতা ইএসাইসিতে ১৩৫ আপার ডিভিশন ক্লার্ক, ১০ স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। এমপ্লয়িজ স্টেট ও আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগেক জন্য সম্প্রতি এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ: স্টোনোগ্রাফার- অসংরক্ষিত ৮, এসসি ৩, এসটি ১, ওবিসি ১, ইডব্লিউএস ১। 

আপার ডিভিশন ক্লার্ক- অসংরক্ষিত ৫৪, এসসি ৩৫, এসটি ১৩, ওবিসি-১৯, ইডব্লুএস-১৪

শিক্ষাগত যোগ্যতা: স্টোনোগ্রাফার- যেকোনও স্বীকৃত বোর্ড থেকে  উচ্চমাধ্যমিক উত্তির্ণ। ইংলিশ/হিন্দিতে ৮০ শব্দ প্রতি মিনিট স্টোনোগ্রাফি স্পিড। কম্পিউটারে কাজ করার মচো প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

আপার ডিভিশন ক্লার্ক- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে। 

বয়সসীমা: ১৫ এপ্রিল, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। 

বেতনক্রম: সপ্তম পে কমিশন নিয়ম অনুযায়ী প্রাথমিক মূল বেতন ২৫,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতাও রয়েছে। 

আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে। আবেদন করার শেষ তারিখ ১৫ এপ্রিল পর্যন্ত। 

 জেনারেল ও ওবিসি ক্যাটাগরির জন্য ৫০০ টাকা, বাকি শ্রেণির জন্য ও মহিলা প্রার্থীদের জন্য প্রাথমিকভাবে ২৫০টাকা দিতে হবে। প্রথম ফেজ পরীক্ষায় বসলে এই ব্যাঙ্ক চার্জ রিফান্ড করে দেওয়া হবে। 

অনলাইনে আবেদন করার লিঙ্ক- https://www.esic.nic.in/recruitments

বিজ্ঞপ্তি দেখুন- https://www.esic.nic.in/attachments/recruitmentfile/03bfb756f1ce6e9a3537d676a4e9a2c8.pdf

বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন https://www.esic.nic.in/recruitments

.