''ধায় যেন মোর সকল ভালোবাসা'', ২৫শে বৈশাখের সকালে কবিপ্রণাম বিদীপ্তার

হাজারো মন খারাপের মধ্যেও ২৫ শে বৈশাখের সকালে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর গাওয়া এই রবীন্দ্রসঙ্গীত হয়তবা অনেকেরই মন ভালো করে দেবে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 8, 2020, 02:16 PM IST
''ধায় যেন মোর সকল ভালোবাসা'', ২৫শে বৈশাখের সকালে কবিপ্রণাম বিদীপ্তার

নিজস্ব প্রতিবেদন : এবছর ২৫ শে বৈশাখের সকালটা হয়তবা আর পাঁচটা বছরের থেকে অনেকটাই আলাদা। করোনা আবহে কবিগুরুর জন্মদিনটা যেন অনাড়ম্বরেই কাটছে। তবুও শুক্রবার, ২৫ শে বৈশাখের সকালে সোশ্যাল মিডিয়াতে বিশ্বকবির প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি তাঁর অনেক অনুরাগী। হাজারো মন খারাপের মধ্যেও ২৫ শে বৈশাখের সকালে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর গাওয়া এই রবীন্দ্রসঙ্গীত হয়তবা অনেকেরই মন ভালো করে দেবে।

২৫ বৈশাখের সকালে  ''ধায় যেন মোর সকল ভালোবাসা / প্রভু,  তোমার পানে, তোমার পানে, তোমার পানে'' গানের মধ্যে দিয়েই যেন কবির প্রতি ভালোবাসা উজার করে দিলেন বিদীপ্ত চক্রবর্তী। 

আরও পড়ুন-২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন অমিতাভ বচ্চনের

বিদীপ্ত চক্রবর্তী হয় হয়ত তথাকথিত গায়িকা নন তিনি, অভিনেত্রী হিসাবেই বেশি সমাদৃত। তবুও তাঁর এই সুরের মুর্ছনায় হয়তবা অনেক শ্রোতাই বিমোহিত হবেন। 

আরও পড়ুন-উইন্ডোজ-এর লকডাউন শর্টস 'শিল্পী', এক ফ্রেমে কৌশিক, রেশমি ও ঋদ্ধি সেন

বিদীপ্তার গাওয়া এই গান যে অনেকেরই মন কেড়েছে তা তাঁর পোস্টের নিচে কমেন্ট পরেই বেশ বোঝা যায়।

তবে মূলত অভিনেত্রী হিসাবে পরচিত হলেও সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া অনীক দত্তের 'বরুণবাবুর বন্ধু' ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনটি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন বিদীপ্তা। তবে এবারই প্রথম নয়, এর আগে অনিকেত চট্টোপাধ্যায়ের 'শঙ্কর মুদি' ও গৌতম ঘোষের আবার অরণ্য ছবিতেও শোনা গিয়েছিল বিদীপ্তার গান।

.