Shruti Das: পায়ের তলায় জ্যান্ত শিব, 'ভবতারিণী' শ্রুতির রূপে নেটপাড়ায় তুলকালাম

Shruti Das: শ্রুতি লেখেন, ‘এটি কোনো মূর্তি নয়, মনুষ্য শরীরে মায়ের রূপদান। ভবতারিণী মায়ের রূপসজ্জা করেছেন মুক্তি রায়।বন্ধ নেত্রের ওপর চক্ষুদান করা হয়েছে।ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।’

Reported By: সৌমিতা মুখার্জি | Updated By: Oct 20, 2022, 09:47 PM IST
Shruti Das: পায়ের তলায় জ্যান্ত শিব, 'ভবতারিণী' শ্রুতির রূপে নেটপাড়ায় তুলকালাম

Shruti Das, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে বাকি মাত্র কয়েকদিন, সামনেই কালীপুজো। তার আগেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে কার্যত হতবাক নেটপাড়া। কারণ যে ছবি দেখে প্রায় সবাই প্রণাম ঠুকছেন সেটা আসলে কালী ঠাকুরের মূর্তিই নয়। সেটি আসলে শ্রুতিরই ছবি। ছবিটি অভিনেত্রীর এক ফটোশ্যুটের। সেই ফটোশ্যুটে মেকআপ শিল্পী মুক্তি রায়ের হাতের জাদুতে শ্রুতি হয়ে উঠেছেন সাক্ষাৎ ‘মা ভবতারিণী’।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

ছবিটি পোস্ট করে অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘মা ভবতারিণী, বিশ্বজননী অনন্ত রূপিনী, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী।’ তবে চমক লুকিয়ে ছিল পরের লাইনে। বিশেষ দ্রষ্টব্যে শ্রুতি লেখেন, ‘এটি কোনো মূর্তি নয়, মনুষ্য শরীরে মায়ের রূপদান। ভবতারিণী মায়ের রূপসজ্জা করেছেন মুক্তি রায়।বন্ধ নেত্রের ওপর চক্ষুদান করা হয়েছে।ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।’ এরপর শ্রুতি জানান যে, তিনি একা নন, এই ছবিতে শিব সেজেছেন সুপ্রিয়ো। এই পুরো ফটোশ্যুটের পিছনে রয়েছেন অনেকেই। তবে এখানে যাঁর হাতের জাদু বেশি কাজ করেছে, তিনি হলেন মেকআপ শিল্পী মুক্তি রায়। এই পুরো শ্যুটটি করতে সময় লেগেছে প্রায় ১৩ ঘণ্টা, যার মধ্যে মেকআপ করতেই সময় লেগেছে ১১ ঘণ্টা।

আরও পড়ুন-Tv Serial: ‘এসব কী দেখাচ্ছে! ভাই-বোনের বিয়ে!’ ধুলোকণা বন্ধের দাবি নেটপাড়ার

জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, ‘কালীপুজোর জন্য এই ফটোশ্যুট করে খুবই খুশি। আমি মহালয়াতে তিনবার কালী সেজেছি। সেটাই অভিজ্ঞতা আর এটার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এত ভালো শিল্পী মুক্তি যে তাঁর প্রস্তাব পাওয়ার পর আর কিছু ভাবিনি। আগের বছর বড়মা করে প্রচুর খ্যাতি পেয়েছিলেন। সেটা আমার করার কথা ছিল। ডেট ক্ল্যাশের কারণে সেটা করতে পারেনি তখন। ও মায়ের মুখের আদলে একটা মেয়ে খুঁজছিল যে নৃত্যশিল্পী হবে। ডান্সারদের অসীম ধৈর্য্য সেকারণেই ডান্সার খুঁজছিল আর সেই কারণেই আমাকে প্রস্তাব দেয়। ১০ থেকে ১১ ঘণ্টা সেট মেকআপ করতে লেগেছে। আর শ্যুট করতে সময় লেগেছে ২ ঘণ্টা। খুব ভালো অভিজ্ঞতা।’

আরও পড়ুন-Sourav Ganguly | BCCI President | Tollywood: বোর্ড থেকে মহারাজের অপসারণ, টলিউডে থমকে গেল শ্যুটিং!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 

 

সোশ্যাল মিডিয়ার পোস্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। এক নেটিজেন লেখেন, ‘অবিশ্বাস্য, ক্যাপশন না পড়লে বুঝতেই পারতাম না।’ অন্য এক নেটিজেন লেখেন, ‘অনবদ্য সৃষ্টি গায়ে কাঁটা দিয়ে উঠল। টিমকে কুর্নিশ।’ এক ব্যক্তি লেখেন, ‘অবাক পানে তাকিয়ে দেখি এতো নিখুঁত কাজ ভাবা যায়।’ কেউ লিখেছেন, ‘আমি তো প্রথমে দেখে বুঝতেই পারিনি মানুষ মা ভবতারিণী সেজেছে!’ তো অন্যব্যক্তি লেখেন, ‘একদম অবিকল আসলের মত। আমি তো প্রণামও করে ফেলেছি,তারপর ক্যাপশন দেখে অবাক! মেক আপ আর্টিস্টকে কুর্নিশ। ওনার ডেডিকেশনকে সম্মান জানাই।’ নেটিজেনদের ভালোবাসায় আপ্লুত শ্রুতি। অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে এই অভিজ্ঞতা প্রথম। এগুলো আমার কাছে আশীর্বাদ। আমার মুক্তির উপর ভরসা ছিল, আমি জানতাম যে এই ভবতারিণীকে ও কোথায় নিয়ে যেতে পারে, সেটাই হয়েছে।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.