বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, Zee ২৪ ঘণ্টাকে কী বললেন পায়েল?

পায়েলও কি বিজেপি ছাড়বেন?

Updated By: Nov 12, 2021, 01:40 PM IST
 বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, Zee ২৪ ঘণ্টাকে কী বললেন পায়েল?

নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোট (WB Assembly Election 2021 )। শাসকদলের সঙ্গে পাল্লা দিয়ে ঝাঁকে ঝাঁকে অভিনেতা যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু নির্বাচনের ফল বের হতেই এক একে মোহভঙ্গ হতে থাকে। প্রথমে রাজনীতি ছাড়ার ঘোষণা করেন অভিনেতা তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। সম্প্রতি বিজেপি (BJP) ছাড়েন আরও এক অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabanti Chatterjee)। এখন প্রশ্ন, কী করবেন পায়েল সরকার (Payel Sarkar)? Zee ২৪ ঘণ্টায় মুখ খুললেন অভিনেতা।

একুশের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021 ) আগে পদ্ম শিবিরে যোগ দেন তনুশ্রী, শ্রাবন্তী এবং পায়েলরা। কিছুদিন পরই তনুশ্রী চক্রবর্তীকে (Tnusree Chakraborty) হাওড়ার শ্যামপুর থেকে, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়কে (Srabanti Chatterjee) বেহালা পশ্চিম থেকে এবং পায়েল সরকারকে (Payel Sarkar) বেহাল পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে বিজেপি (BJP)। কিন্তু ফল বের হতে দেখা যায়, তিনি কেন্দ্রেই পরাজিত হয়েছেন পদ্ম প্রার্থীরা। এরপরই সেলেব প্রার্থীদের আক্রমণ করেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) সঙ্গে অভিনেতাদের দোল উৎসব পালন নিয়ে আক্রমণ শানান। 'নগরের নটী' বলে কটাক্ষ করেন। 

আরও পড়ুন: Kharkuto: হাসপাতালে বাবিন, অভিমান ভুলে গুনগুন কী যাবে তাঁর কাছে!

আরও পড়ুন: 'আসল স্বাধীনতা ২০১৪ সালে',Kangana-র মন্তব্য দেশদ্রোহ না পাগলামি, তোপ Varun-র

বিজেপিতে যোগ দেওয়ার প্রায় চার মাস পর মোহভঙ্গ হয় তনুশ্রী চক্রবর্তীর (Tnusree Chakraborty)। রাজনীতি ছাড়ার ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার ট্যুইটারে বিজেপি (BJP) ত্যাগের ঘোষণা করেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ও (Srabanti Chatterjee)। নায়িকা লেখেন, "বিজেপি নামক যে রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলাম সেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।"

এরপর পায়েল সরকার (Payel Sarkar) কী করবেন? এই বিষয়ে জানার জন্য Zee ২৪ ঘণ্টার তরফে অভিনেতাকে ফোন করা হয়। যদিও কোনও মন্তব্য করতে চাননি তিনি।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.