Akshay Kumar : শহরের একের পর এক খুন, খুনিকে ধরতে মরিয়া অক্ষয় কুমার
হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটে যাওয়া একের পর এক খুন। তবে 'সিরিয়াল কিলার'কে ধরতে নাজেহাল পুলিস। তদন্তের ভার পড়েছে পুলিস আধিকারিক অক্ষয় কুমারের উপর। অক্ষয় কি পারবেন খুনি কে ধরতে? 'সিরিয়াল কিলিং'কে বিষয় করেই তৈরি হয়েছে অক্ষয় কুমার, রকুলপ্রীত সিংয়ের ছবি 'কাটপুতুলি'। শনিবার মুক্তি পেয়েছে 'কাটপুতুলি'র ট্রেলার। যেখানে পুলিস আধিকারিকের ভূমিকাতে অভিনয় করেছেন আক্কি।
Akshay Kumar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটে যাওয়া একের পর এক খুন। তবে 'সিরিয়াল কিলার'কে ধরতে নাজেহাল পুলিস। তদন্তের ভার পড়েছে পুলিস আধিকারিক অক্ষয় কুমারের উপর। অক্ষয় কি পারবেন খুনি কে ধরতে? 'সিরিয়াল কিলিং'কে বিষয় করেই তৈরি হয়েছে অক্ষয় কুমার, রকুলপ্রীত সিংয়ের ছবি 'কাটপুতুলি'। শনিবার মুক্তি পেয়েছে 'কাটপুতুলি'র ট্রেলার। যেখানে পুলিস আধিকারিকের ভূমিকাতে অভিনয় করেছেন আক্কি।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
মুক্তি পাওয়া ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, ভয়ঙ্করভাবে খুনের পর জনসমক্ষেই দেহ ফেলে দিয়ে যাচ্ছে খুনি। পুলিসকে খুজে বের করতে হচ্ছে না, খুনি নিজেই দেহ পুলিসের সামনে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যেই তিনটি খুন হয়ে গিয়েছে। পুলিস মনে করছে, খুনি চার নম্বর খুনের জন্য তৈরি হচ্ছেন। তবে পুলিস আধিকারিক অর্জুন শেঠি মনে করেন, সিরিয়াল কিলারের উপর ক্ষমতা দেখিয়ে লাভ নেই, মস্তিষ্কের খেলা খেলতে হবে। হাতে মাত্র আর ২ দিন বাকি, অর্জুন শেঠি কি পারবেন সিরিয়াল কিলারকে ধরতে? উত্তরটা ২ সেপ্টেম্বর ছবি মুক্তির পরেই মিলবে। ডিজনি + হটস্টারে মুক্তি পাবে আক্কির এই ছবি। ছবির পরিচালনা করেছেন রণজিৎ এম তিওয়ারি।
অক্ষয় কুমার ছাড়াও 'কাটপুতুলি'তে অভিনয় করেছেন সর্গুন মেহতা, চন্দ্রচূড় সিং, গুরপ্রীত গুগী। 'কাটপুতুলি'র প্রযোজনা করেছে জ্যাকি ভগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। সোশ্য়াল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে অক্ষয় লিখেছেন, তিনটে খুন, ১টা শহর, এক সিরিয়াল কিলার খোলা ঘুরে বেড়াচ্ছে। ডিজনি + হটস্টারে ২ সেপ্টেম্বর আসছে 'কাটপুতুলি'। ছবির ট্রেলার দেখে বহু নেট নাগরিকই এর প্রশংসা করেছেন, বলছেন 'আক্কি ইজ ব্যাক'। প্রসঙ্গত, সম্প্রতি 'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষা বন্ধন মতো অক্ষয়ের একের পর এক ছবি বক্স অফিসে বিফল। তারমধ্যে 'কাটপুতুলি' কতটা সাড়া ফেলতে পারে, সেটাই দেখার।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.