Raj-Yuvaan: খেলনা নয়, প্রফেশনাল গিটারেই সুর তুলছে ছোট্ট ইউভান, দেখুন ভিডিয়ো
Raj-Yuvaan: ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট্ট হলুদ রঙের একটি গিটার বাজাচ্ছে ছোট্ট ইউভান। কিন্তু সেই গিটার তার বিশেষ পছন্দ নয়। ছোট্ট গিটার ছেড়ে এবার বড়দের গিটার শিখতে চায় সে। যদিও সেই গিটারের উচ্চতা ইউভানের থেকেও বেশি তাই অগত্যা গিটার শুইয়ে রেখেই তা বাজাবার চেষ্টা করছে রাজ ও শুভশ্রীর পুত্র। তাকে যেমন শিখিয়ে দেওয়া হচ্ছে, সেরকমই বাজাচ্ছে ইউভান।
Updated By: Aug 20, 2022, 06:06 PM IST
)