অস্কারেও বর্ণবিদ্বেষের ছায়া

অস্কারেও বর্ণবিদ্বেষের ছায়া। গত বছরের পর এবারও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় একজনও কৃষ্ণাঙ্গের নাম না থাকার অভিযোগে বিক্ষোভ দেখালেন হলিউডের এক ঝাঁক কলাকুশলীরা। যার নেতৃত্বে ছিলেন টেলিভিশন স়ঞ্চালক আল শ্রাপটন। এছাড়াও পৃথক বিক্ষোভে সামিল সেরা সহ অভিনেতা বিভাগে মনোনিত মার্ক রাফেলো, পরিচালক টম ম্যাকার্থি, চিত্রনাট্যকার জোশ সিঙ্গার সহ আরও অনেকে। অষ্টআশিতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে স্ট্রেট আউট্টা কম্পটন, ক্রিড কিম্বা কনকিউশনের মত ছবির মনোনয়ন না পাওয়ার কড়া সমালোচনা করেছেন শ্র্যাপ্টন।

Updated By: Feb 29, 2016, 09:53 AM IST
অস্কারেও বর্ণবিদ্বেষের ছায়া

ওয়েব ডেস্ক: অস্কারেও বর্ণবিদ্বেষের ছায়া। গত বছরের পর এবারও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় একজনও কৃষ্ণাঙ্গের নাম না থাকার অভিযোগে বিক্ষোভ দেখালেন হলিউডের এক ঝাঁক কলাকুশলীরা। যার নেতৃত্বে ছিলেন টেলিভিশন স়ঞ্চালক আল শ্রাপটন। এছাড়াও পৃথক বিক্ষোভে সামিল সেরা সহ অভিনেতা বিভাগে মনোনিত মার্ক রাফেলো, পরিচালক টম ম্যাকার্থি, চিত্রনাট্যকার জোশ সিঙ্গার সহ আরও অনেকে। অষ্টআশিতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে স্ট্রেট আউট্টা কম্পটন, ক্রিড কিম্বা কনকিউশনের মত ছবির মনোনয়ন না পাওয়ার কড়া সমালোচনা করেছেন শ্র্যাপ্টন।

 

.