এবারই প্রথম অস্কারে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া

এবারই প্রথম অস্কারে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। লেবাননের ফ্যাশন ডিজাইনার জুহের মুরাদের তৈরি পোষাকে সাদা গাউনে রেড কার্পেট মাতালেন প্রাক্তন মিস ওয়ার্লড। হলিউড নক্ষত্রের মাঝে, নিজের উপস্থিতি জানান দিলেন বলিউড নায়িকা। ফ্ল্যশ বাল্ব আর প্রচার মাধ্যমের ক্যামেরার সামনে পোজ দিয়ে, ডলবি থিয়েটারে ঢুকে যান বারেলির বিউটি। গতবছর এবিসির টেলিভিশন থ্রিলার কোয়ান্টিকোয় অভিনয়ের সুবাদে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে যথেষ্ট জনপ্রিয় প্রিয়াঙ্কা। জানুয়ারি মাসে পিপলস চোয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর খেতাব পান তিনি। সেই থেকে হলিউডে যথেষ্ট জনপ্রিয় প্রিয়াঙ্কা।

Updated By: Mar 1, 2016, 01:35 PM IST
এবারই প্রথম অস্কারে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া

ওয়েব ডেস্ক: এবারই প্রথম অস্কারে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। লেবাননের ফ্যাশন ডিজাইনার জুহের মুরাদের তৈরি পোষাকে সাদা গাউনে রেড কার্পেট মাতালেন প্রাক্তন মিস ওয়ার্লড। হলিউড নক্ষত্রের মাঝে, নিজের উপস্থিতি জানান দিলেন বলিউড নায়িকা। ফ্ল্যশ বাল্ব আর প্রচার মাধ্যমের ক্যামেরার সামনে পোজ দিয়ে, ডলবি থিয়েটারে ঢুকে যান বারেলির বিউডি। গতবছর এবিসির টেলিভিশন থ্রিলার কোয়ান্টিকোয় অভিনয়ের সুবাদে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে যথেষ্ট জনপ্রিয় প্রিয়াঙ্কা। জানুয়ারি মাসে পিপলস চোয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর খেতাব পান তিনি। সেই থেকে হলিউডে যথেষ্ট জনপ্রিয় প্রিয়াঙ্কা।

.