''মানসিক অবসাদ জন্মগত, পারিবারিক'' সোনি রাজদানের এমন মন্তব্যে চটলেন অপূর্ব আসরানি

 মানসিক অসুস্থতা আসে পরিবার সূত্রে'। আর সোনির এই মন্তব্যতে বেজায় বিরক্ত হন নেটিজেনরা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 10, 2020, 03:13 PM IST
''মানসিক অবসাদ জন্মগত, পারিবারিক'' সোনি রাজদানের এমন মন্তব্যে চটলেন অপূর্ব আসরানি

নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যু যে যে 'মানসিক অবসাদ' (Mental Depression) এর তত্ত্ব উঠে আসছে। সম্প্রতি, তার পক্ষেও আরও একবার জোড়ালো সওয়াল করেছেন মহেশ ভাট পত্নী তথা অভিনেত্রী সোনি রাজদান। তাঁর কথায়, 'মানসিক অবসাদ জন্মগত'। 'এই মানসিক অসুস্থতা আসে পরিবার সূত্রে'। আর সোনির এই মন্তব্যতে বেজায় বিরক্ত হন নেটিজেনরা। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন লেখক, ফিল্ম এডিটর অপূর্ব আসরানি। এই বিষয় নিয়ে বেশকিছুক্ষণ ধরে বাদানুবাদ চলে সোনি ও অপূর্বর।

ঘটনার সূত্রপাত হয়েছিল KRK-কে নিয়ে মনোজ বাজপেয়ী ও অপূর্ব আসরানির মধ্যে কিছু কথাবার্তার সূত্র ধরে। যেখানে সূশান্তকে নিয়ে KRK-কে কাণ্ডকারখানার প্রতিবাদ করেছিলেন মনোজ বাজপেয়ী। তাঁদের সেই কথাবার্তার মাঝেই ঢুকে পড়েন সোনি রাজদান। 'মানসিক অবসাদ' নিয়ে নিজের মতামত ব্যক্ত করে বসেন সোনি। মনোজ বাজপেয়ী ও অপূর্ব আসরানির এই কথাবার্তার মাঝে সোনি বলে বসেন, ''এখানে আসল বিষয় হয় মানসিক অবসাদ। এই অবসাদ বাহ্যিক পরিস্থিতির মধ্যে দিয়ে প্রকাশ পায়, তবে আদপে এটা মানুষের ভিতরেই থাকে, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। আর এই অবসাদ সফল, ধনী, যেকোনও মানুষের হতে পারে।''

আরো পড়ুন-সুশান্তের হাসিখুশি চেহারা, উজ্জ্বল উপস্থিতিতে মন কাড়ছে 'দিল বেচারা'র টাইটেল ট্র্যাক

মানসিক অবসাদের যে কোনও কারোর হতে পারে, তার উদাহরণে, রবিন উইলিয়ামস, কেট স্পেড, অ্যান্থনি বোর্দাইন এর কথা বলেছেন সোনি।

আর সোনি রাজদানের এই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি লেখক, ফিল্ম সম্পাদক অপূর্ব আসরানি। তিনি বলেন, ''এটা একথা একেবারেই ভুল ম্যাম। মানসিক অবসাদের কারণ কিছুটা প্রাকৃতি, আর বাকিটা কর্মক্ষেত্র ও সামজিক ক্ষেত্রে চাপের কারণে তৈরি হয়। আর টুইটারে সুশান্তের মানসিক অবসাদ নির্ণয় করা অন্যায়। আমরা জানি, ওর উপর ধর্ষণকারী, অপেশাদারের লেবেল লাগানোর জন্য কীভাবে ক্যাম্পেন হয়েছে। যদিও সেটা কখনওই উচিত হয়নি।''

এর উত্তরে সোনি রাজদান ফের বলেন, ''মানসিক অবসাদ আসলে জন্মগত। আর এটাই আমি তোমায় বোঝাতে চাইছি। আর তুমি এখানে অর্ধেক আলোচনা করছ, বাকি অর্ধিকটা করতে পারবে না। এখানে আরও অনেক দিক রয়েছে মানছি। তবে টুইটারে এখন সেগুলি নিয়ে আলোচনা করা ঠিক হবে না।'' এর জবাবে সোনির কথার প্রতিবাদ করে অপূর্ব আসরানি বলেন, ''একথাটাও মিথ্যা। বেশিরভাগ মানুষই মানসিক অবসাদ নিয়ে জন্মায় না। এর সূত্রপাতের অনেকগুলি কারণ রয়েছে। আরও খারাপ যেটা, সেটা হল এই ক্যাম্প, মানুষকে উৎপীড়ন করা, কিন্তু দুঃখের বিষয় মানুষ এগুলো নিয়ে আলোচনা করতে চায় না।''

অপূর্ব আসরানির জবাবের পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সোনি রাজদান। 'মানিসক অসুস্থতা জন্মগত', 'এটা পারিবারিক সূত্রে আসে', এই দাবিতেই এককাট্টা থেকেছেন সোনি। তিনি লিখেছেন, ''এটা পরিবার সূত্রেই আসে। তবে টুইটারে এত বিশদে বলতে পারব না। তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, পরে এবিষয়ে বিশদে কথা হবে। এটা খুবই জটিল বিষয়। এত সহজে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। আমি এতক্ষণ যা বললাম, সবই একতরফা মনে হচ্ছে।''

আরও পড়ুন-সুশান্তের মৃত্যু রহস্য,তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে যোগ দিচ্ছেন অভিনেতার জামাইবাবু?

মানসিক অবসাদ পারিবারিক সূত্রে আসে, এপ্রসঙ্গ টেনে সোনি সুশান্তের পরিবারকে অপমান করছেন বলে মনে করছেন নেটিজেনরা। তাঁরা সোনিক একহাত নিতে ছাড়েননি। এপ্রসঙ্গে অনেকেই সোনি ও মহেশ ভাটের বড় মেয়ে শাহিন ভাটের মানসিক অবসাদের প্রসঙ্গে টেনে এনেছেন।

তবে নেটিজেনদের আক্রমণের মুখে সোনি রাজদান অবশ্য আর কোনও মন্তব্য করেননি। সম্প্রতি 'স্বজনপোষণ' ইস্যুতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট।

আরো পড়ুন-'মহেশ ভাটই তোমায় লঞ্চ করেছিল', কঙ্গনাকে আক্রমণ পূজার, পাল্টা দিলেন 'কুইন'

.