লেন্সবন্দি কিছু মুহূর্ত
চিত্র সাংবাদিক হিসেবে যাত্রা শুরু। পেশাদারী কাজে অভিনবত্বের জন্য বহু বার সম্মানিতও হয়েছেন তিনি। পেয়েছেন ন্যাশনাল ফাউন্ডেশন ফর মিডিয়ার তরফ থেকে ন্যাশনাল মিডিয়া ফেলোশিপ এবং নির্মাণ ফোটোগ্রাফি ফেলোশিপ।
চিত্র সাংবাদিক হিসেবে যাত্রা শুরু। পেশাদারী কাজে অভিনবত্বের জন্য বহু বার সম্মানিতও হয়েছেন তিনি। পেয়েছেন ন্যাশনাল ফাউন্ডেশন ফর মিডিয়ার তরফ থেকে ন্যাশনাল মিডিয়া ফেলোশিপ এবং নির্মাণ ফোটোগ্রাফি ফেলোশিপ। তাঁর তোলা ছবি জায়গা করে নিয়েছে টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদেও। সেই থেকেই স্বপন নায়েকের চিত্রগ্রাহক হিসেবে খ্যাতি। গাঁইসাল ট্রেন দুর্ঘটনার ভয়াবহতার ছবি তুলে টাইমস-এর প্রচ্ছদের মাধ্যমে বিখ্যাত হলেও তাঁর মূল আকর্ষণের জায়গা প্রকৃতি। আর এই পথ ধরেই তাঁর চিত্রগ্রাহক থেকে এক্সপ্রেশনিস্ট হয়ে ওঠা।
সিগাল মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত তাঁর প্রদর্শনীতে চিত্র সাংবাদিকতার পেশাদার গণ্ডি ছাড়িয়ে প্রত্যেকটা স্থিরচিত্রে এই এক্সপ্রেশনিজম প্রতিফলিত হয়েছে। সৃজনশীল এই মানুষটি কেবল চিত্র সাংবাদিকতার গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে নিজের ছবির মধ্যে স্বকীয়তা এনে তৈরি করেছেন তাঁর এক নিজস্ব পৃথিবী, যার মূল মন্ত্র " বিং এন্ড নাথিংনেস " । দৈনন্দিন জীবনের টানাপোড়েনকে লেন্সবন্দি করে ফুটিয়ে তুলেছেন কিছু অসাধারণ মুহূর্ত।