বলিউডের সবচেয়ে উত্তেজক পোস্টার নিয়ে রিলিজের অপেক্ষায় 'ইশক জুনুন'

আর ত্রিকোণ প্রেম নয় সাবালক বলিউডে এবার থ্রিসাম সিনেমা। 'কেয়া কুল হ্যায় হাম থ্রি'-র পোস্টার দেখে যদি 'থ' বনে যান, তাহলে শুনে রাখুন এখানেই শেষ নয়। সঞ্জয় শর্মা পরিতালিত 'ইসক জুনুন'- সিনেমার পোস্টার সব কিছুকে ছাপিয়ে গেল।

Updated By: Feb 10, 2016, 05:19 PM IST
বলিউডের সবচেয়ে উত্তেজক পোস্টার নিয়ে রিলিজের অপেক্ষায় 'ইশক জুনুন'

ওয়েব ডেস্ক: আর ত্রিকোণ প্রেম নয় সাবালক বলিউডে এবার থ্রিসাম সিনেমা। 'কেয়া কুল হ্যায় হাম থ্রি'-র পোস্টার দেখে যদি 'থ' বনে যান, তাহলে শুনে রাখুন এখানেই শেষ নয়। সঞ্জয় শর্মা পরিতালিত 'ইশক জুনুন'- সিনেমার পোস্টার সব কিছুকে ছাপিয়ে গেল।

সিনেমাটিতে রয়েছেন রাজবীর সিং, দিব্যা সিং, ও অক্ষয় রাংশাহি। ২৫ মার্চ মুক্তি পাচ্ছে এই সিনেমা। ইরোটিক থ্রিলার হিসেবেই দেখানো হচ্ছে। সিনেমার ট্রেলরে দেখানো হচ্ছে দেশের প্রথম থ্রিসাম ছবি হিসেবে। মানে একসঙ্গে যৌনতায় লিপ্ত হবেন তিনজন। সিনেমার গল্প নিয়ে রাখঢাক করা হচ্ছে। তবে শোনা যাচ্ছে তিন বন্ধুর কামলালসার এক গল্প। সিনেমায় গান গেয়েছেন অরিজিত্‍ সিং, অঙ্কিত তিওয়ারি, মোহিত চৌহান। 

Tags:
.