টিকটক ভিডিওতে অ্যাসিড পোড়া 'লুক' চ্যালেঞ্জ, সমালোচনার মুখে দীপিকা
অ্যাসিড পোড়া মালতী লুককে তুলে ধরার চ্যালেঞ্জ জানিয়েছেন দিপ্পি। যা এক্কেবারেই 'না পসন্দ' নেটিজেনদের।
নিজস্ব প্রতিবেদন : 'ছপক'-(Chhapaak) এর প্রমোশনে টিকটক ভিডিয়োর সাহায্য নেওয়ায় জোর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। টিকটিক ভিডিয়ো (TikTok Video)তে তাঁর অ্যাসিড পোড়া মালতী লুককে তুলে ধরার চ্যালেঞ্জ জানিয়েছেন দিপ্পি। যা এক্কেবারেই 'না পসন্দ' নেটিজেনদের।
টিকটক ভিডিয়োতে দেখা যাচ্ছে, দীপিকা @faby_makeupartist-এর অ্যাকাউন্ট থেকে তাঁর তিনটি পছন্দের লুক তুলে ধরার জন্য চ্যালেঞ্জ করেছেন। যার মধ্যে রয়েছে 'ওম শান্তি ওম', 'পিকু' ও ছপকের 'মালতী' লুক। ৩৯ সেকেন্ডের এই ভিডিয়োতে মেকআপ আর্টিস্ট ফেবি চটজলদি মেক আপের সাহায্যে তাঁর তিনটে লুক তুলে ধরেছেন একটা মিউজিকের তালে। ভিডিয়োটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে। নিজের ছবির প্রমোশনের জন্য একজন অ্যাসিড আক্রান্তের লুককে দীপিকার এভাবে ব্যবহার করা মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। অনেকেই লিখেছেন দীপিকার কাছ থেকে এধরনের প্রচার আশাতীত নয়।
আরও পড়ুন-প্রেমে হাবুডুবু তো খাচ্ছিলেন, তা বলে গার্লফ্রেন্ডকে নিয়ে সোজা বাড়িতে মালাইকা-আরবাজ পুত্র
All the good work achieved by movie in sensitising people on the issue being washed off!#Chhapaak pic.twitter.com/mYce699rWV
— Pankaj Ahuja (@panku_) January 18, 2020
কেউ লিখেছেন, দীপিকা এভাবে মেকআপ চ্যালেঞ্জ করে একজন অ্যাসিড আক্রান্তে এমন চেহারার পিছনে কতটা যন্ত্রণা লুকিয়ে রয়েছে তাকে ছোট করেছেন।
The problem with Deepika Padukone endorsing a makeup challenge on Chhapak is that she treated it as one of her “looks” and dismissed the entire trauma behind it. She proved that it was merely makeup for her & she clearly doesn’t understand the depth of what survivors go through.
— x (@krownnist) January 18, 2020
No @deepikapadukone.This promo isn't cool or cute. It's insensitive & ghastly.
The movie wasn't about you & your make up. It was about a woman scarred for life.And victims like her,whose marks can't be wiped off,unlike your make up.You lost the plot,alas. https://t.co/9Zt8XEmSqI
— Smita Barooah (@smitabarooah) January 18, 2020
What I feel here is.. Deepika is considering malti’s look beautiful and her favourite.. maybe she didn’t know about how this video is going to end up like.. Yes it’s disgusting to creat a face like the survivors’ in your tiktok makeup videos..
Ps- pls correct me if Im wrong. https://t.co/oMYBjXHSVu— (@akshgogh) January 18, 2020
সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, দীপিকার কাছ থেকে এধরনের ব্যবহার বিন্দুমাত্র আশাতীত নন। এধরনের আচরণ অসুস্থতা ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন- Love Aaj Kal Porshu-র গান 'শুনে নে', সাহসী চরিত্রে মধুমিতা
আরও পড়ুন-আইসিউতে রয়েছেন শাবানা; আশঙ্কার কোনও কারণ নেই, জানালেন জাভেদ আখতার
সঙ্গত, গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত 'ছপক' ছবিটি। যে ছবির পরিচালনা করেচেন পরিচালক মেঘনা গুলজার। ছবিটি দেখে অনেকেই দীপিকার অভিনয়ের প্রশংসা করেছেন ঠিকই, তবে ছবির প্রচার নিয়ে বারবারই বিতর্কে মুখ পড়তে হচ্ছে দিপ্পিকে।