মা হয়েছেন আগেই, এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন Ekta Kapoor?

কে এই ব্যক্তি? একতার পোস্ট করা ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 16, 2020, 04:09 PM IST
মা হয়েছেন আগেই, এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন Ekta Kapoor?

নিজস্ব প্রতিবেদন: বয়স ৪৫, তবে এখনও সাতপাকে বাঁধা পড়েননি একতা কাপুর (Ekta Kapoor)। তবে সম্প্রতি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একতাকে। কে এই ব্যক্তি? একতার পোস্ট করা ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। 

একতা কাপুর যে ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন, তাঁর নাম তনভীর বুকওয়ালা (Tanveer Bookwala)। তনভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ''N we r there ! Will tell all soon!!!!'' তনভীর বুকওয়ালার ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে তিনি একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক।

আরও পড়ুন-Kolkata: রিকশা চালকদের হাতে mask, কম্বল তুলে দিলেন অভিনেত্রী Sangeeta Sinha

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Erkrek (@ektarkapoor)

একতা কাপুরের এই পোস্টে (Ekta Kapoor)র নিচে তনভীর কমেন্ট করেছেন, ''ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।'' আর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। নেটিজেনদের প্রশ্ন তবে কি তনভীর বুকওয়ালার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন একতা (Ekta)?  কেউ লিখেছেন, ''একতা কি এবার বিয়ের কথা ঘোষণা করতে চলেছেন?'' কেউ আবার লিখেছেন, ''অপেক্ষায় থাকলাম'।'

প্রসঙ্গত, ২০১৯এই সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন একতা।  ছেলে নাম রাখেন রবি কাপুর। সারোগেসির মাধ্যমে মা হওয়া নিয়ে একতা বলেছিলেন, ''আমার যখন বয়স ৩৬ তখন আমি আমার ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, আমি বিয়ের করব, কি করব না সেবিষয়ে নিশ্চিত ছিলাম না।''

আরও পড়ুন-নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন একতা কাপুর

.