হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে আটক করল পুলিস!

বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে আটক করল পানাজি পুলিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ১.৮৭ কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত।

Updated By: Jun 19, 2016, 03:40 PM IST
হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে আটক করল পুলিস!

ওয়েব ডেস্ক: বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে আটক করল পানাজি পুলিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ১.৮৭ কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত।

নিউজ এজেন্সি ANI-এর থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান অনেকদিন ধরেই ইনটেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করছেন। সেই সূত্রেই একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে একটি চুক্তিবদ্ধ প্রোজেক্ট করেন। চুক্তি অনুযায়ী সেই প্রোজেক্টের কাজ যে সময় শেষ করার কথা ছিল, সেই সময় শেষ করতে না পারার জন্যই ওই কোম্পানির তাঁর নামে টাকা প্রতারণার মামলা করে।

.