সৃজিতের এ যাবৎ সেরা ছবি, 'রে' বিতর্কে পরিচালকের পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন
সৃজিতের প্রশংসায় তসলিমা, নেটিজেনদের জবাব দিলেন শিল্পী
নিজস্ব প্রতিবেদন: তিনি প্রতিবাদের এক নাম। যখনই শিল্পীরা বিতর্কের মুখে পড়েছেন তিনি গর্জে উঠেছেন, পাশে দাঁড়িয়েছেন শিল্পীদের। তিনি বিশ্বাস করেন শিল্পীদের স্বাধীনতাই তাঁদের বোধ প্রকাশের অন্যতম চাবিকাঠি। তসলিমা নাসরিন (Taslima Nasrin)। কিছুদিন আগে নুসরতের মা হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি, পাশে দাঁড়িয়েছেন হবু মায়ের। এবার তিনি সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন: ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি Dilip Kumar
প্রসঙ্গ অবশ্যই ওয়েব সিরিজ ‘রে’। বিশিষ্টরা নিজেদের মতামত রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে, মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে সৃজিতের (Srijit Mukherji) ওয়াল। তসলিমা নায়রিন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সৃজিতের জন্য একটি বড় পোস্ট লিখেছেন,
'সত্যজিৎ রায়ের গল্পের ওপর ভিত্তি করে চারটে ছোট ছোট ছবি দেখাচ্ছে নেটফ্লিক্স, শুনেছি, কিন্তু সত্যি বলতে কী, দেখার তেমন ইচ্ছে ছিল না , কারণ দেখলে ভালো লাগবে এমন বিশ্বাস ছিল না। আঁতেলদের নিন্দে শুনেই দেখার ইচ্ছে জাগলো। দেখে তো রীতিমত মুগ্ধ আমি।'
আরও পড়ুন: বিয়ের দুছর, অদেখা কিছু মুহূর্ত শেয়ার করলেন Priyanka-র জা Sophie Turner
তসলিমা নাসরিন আরও বলেন 'কয়েক- দশক- পুরোনো গল্পের এমন অবিশ্বাস্য আধুনিকীকরণ করতে সাহস তো দরকারই, কল্পনাশক্তি আর শিল্পবোধও প্রচণ্ড দরকার। ছক ভাঙা সোজা ব্যাপার নয়। তুখোড় শিল্পী হলেই পারেন। সত্যজিৎ রায়কে বয়স্ক আঁতেলদের বুকপকেট থেকে বের করে এনে পুরো ভারতবর্ষের, এমনকী পুরো বিশ্বের নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন ওঁরা। অভিষেক চৌবে চমৎকার, ভাসান বালাও ভালো। আর আমাদের সৃজিত মুখার্জি যত ছবি বানিয়েছেন, মনে তো হচ্ছে তাঁর এ দুটো সবার সেরা।'
সোশ্য়াল মিডিয়ায় সিনেপ্রেমীরা আবেগের বশে বহু প্রতিক্রিয়া লিখেছেন। কেউ বুঝে কেউ আবার ট্রেন্ডে গা ভাসিয়েছেন সিনেমার ভাষা না বুঝেই। সেই সব নেটিজেনদের এই পোস্টের মাধ্যমেই একহাত নিয়েছেন তসলিমা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)