প্রথমবার বাংলা সিনেমায় ইরফান খান, মুক্তি পেল ট্রেলার
ওয়েব ডেস্ক : এর আগে বিভিন্ন ভাষার সিনেমাতেই দেখা গেছে তাঁকে। তবে বাংলা ছবিতে আগে কখনও কাজ করেননি। তবে এবার বাংলাদেশের পরিচালক মোস্তফা সারয়ার ফারুকির ছবি 'ডুব'-এ (ইংরেজি নাম 'No bed of Roses') দেখা যাবে অভিনেতা ইরফান খানকে। শুধু অভিনয়ই নয়, এই ছবির প্রযোজনাও করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিনেমা। অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত 'ডুব' এর ট্রেলার।
শোনা গিয়েছিল, বিখ্যাত সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনেই তৈরি হয়েছে ফারুকীর সিনেমা 'ডুব'। আর এটা শোনা যাওয়ার পরই সিনেমা নিয়ে আপত্তি তোলেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ড: মেহের আফরোজ শাওন ও মেয়ে শীলা আহমেদ। এটা নিয়ে তাঁরা বাংলাদেশের সেন্সর বোর্ডের কাছে অভিযোগ জানালে, সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদিও এই বিতর্কের পরই পরিচালক ফারুকী হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে সিনেমা তৈরি হওয়ার কথা অস্বীকার করেন। তবে শেষপর্যন্ত দুপক্ষের মধ্যে সমস্য মিটে যাওয়ায় 'ডুব'কে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের সেন্সর বোর্ড।
সিনেমাটি ভারত-বাংলাদেশে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। যদিও সিনেমাটি আগেই বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসিতও হয়েছে। এমনকী ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের পক্ষ থেকে কোম্মারসান্ট অ্যাওয়ার্ডও পায় 'ডুব'। ফিল্মটি কিছুদিন আগে 'মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও প্রদর্শিত হয়।
'ডুব'-এ ইরফান খান ছাড়াও দেখা যাবে অভিনেত্রী পার্নো মিত্র, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী সহ আরও অনেকে। তবে 'ডুব' এর ট্রেলারেই ইরফানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।
আরও পড়ুন- ফের মা হলেন সেলিনা, তবে অভিজ্ঞতা সুখকর হল না