সাঁতারে মগ্ন, লাস্যময়ী ক্যাটরিনা যেন 'আগুন ঝরাচ্ছেন', দেখুন
সংবাদ সংস্থা : নিজেকে ফিট রাখতে সব সময়ই সচেষ্ট তিনি। তার জন্য কখনও জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন তিনি, আবার কখনও সাঁতার কেঁটে। বি টাউনের অন্যতম ‘হট’ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যেমন সুন্দর তেমনি ফিট তিনি। আর এবার সাঁতারের ভিডিও পোস্ট করলেন ক্যাট।
ওই ভিডিওতে যেন আরও লাস্যময়ী লাগছে ক্যাটরিনাকে তেমনি সুন্দরও লাগছে। আর ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। তবে সাঁতারের সময় ক্যাটরিনা নাকি আলিয়াকে বেশ ‘মিস’ করছিলেন।
আরও পড়ুন : শুটিংয়ের সময় দুর্ঘটনা, কী করলেন ঐশ্বর্য!
বি টাউনের অন্যতম ‘বেস্টি’ হিসেবেই পরিচিত ক্যাটরিনা এবং আলিয়া। তাই পুলের জলে ওয়ার্কআউটের সময় বেস্টিকে ক্যাটরিনা মিস করছেন, তাতে আর আশ্চর্য কী?
দেখুন সেই ছবি..