ব্যস্ত হাওড়া ব্রিজে দৌড়াচ্ছেন কোয়েল! কিন্তু কেন? আরও ঘনীভূত 'রক্তরহস্য'
ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন কোয়েল মল্লিক। তাঁর মুখে চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট।
নিজস্ব প্রতিবেদন : ব্যস্ত হাওড়া ব্রিজ, চারপাশ দিয়ে ছুটে চলেছে গাড়ি। তার মধ্যেই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন কোয়েল মল্লিক। তাঁর মুখে চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। রবিবার, এভাবেই ধরা পড়েছেন অভিনেত্রী। সৌজন্যে, পরিচালক সৌকর্য ঘোষালের ছবি 'রক্তরহস্য'।
১ মার্চ, রবিবারই প্রকাশ্যে আনা হয়েছে 'রক্তরহস্য'র পোস্টার। যেখানে ছবিতে কোয়েল অর্থাৎ স্বর্ণজার চরিত্রের কিছুটা ছাপ রয়েছে। পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে পরিচালক লিখেছেন, ''স্বর্ণজার প্রথম রূপ তুলে ধরলাম আপনাদের সামনে। অনেক যত্নে গড়েছি যার চরিত্র। আরও যত্নে যার মধ্যে প্রাণ ঢেলেছেন Koel Mallick।''
আরও পড়ুন-১ মে খুলবে বোম্বাগড়ের দরজা, তার আগে রানি ও মন্ত্রীমশাইকে নিয়ে হাজির হবুচন্দ্র রাজা
সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবির বিষয়বস্তু যে রক্ত আর রক্তের সম্পর্কের রহস্য নিয়ে তা প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের একটি প্রমোশনাল ভিডিও থেকে ইঙ্গিত মিলেছিল। ভিডিয়োতে রক্তের সম্পর্ক নিয়ে কিছু মানুষের ধ্যান-ধারণা। রক্তের সম্পর্ক বলতে ঠিক কী বোঝায়? আবার কখনও কাউকে অসুস্থতার জন্য রক্ত দিতে বা নিতে হলে কেউ কি তাঁর রক্তদাতার সঙ্গে পরিচয় করার কথা ভাবেন? এই বিষয়গুলি নিয়েই কিছু মানুষের মতামত জানতে চাওয়া হয়েছিল।
আরও পড়ুন-বুলেট চালাতে আগে থেকেই জানতেন, নাকি শিখতে হয়েছে? মুখ খুললেন তিয়াসা
আরও পড়ুন-ব্যক্তিগত সম্পর্ক গুলিয়ে দিচ্ছে রাজনীতি? প্রশ্ন তুলল অনীক দত্তের ছবি
এবিষয়ে Zee 24 ঘণ্টা ডট কমের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ''ছবির বিষয়বস্তুর সঙ্গে রক্ত জড়িয়ে আছে এটা ভীষণভাবেই সত্যি। তবে সেটা ঠিক কীভাবে রয়েছে তা ধীরে ধীরে এক একটি টিজারের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে। 'রক্তরহস্য'র ট্রেলার বের হলে ছবিটি নিয়ে আরও কৌতুহল আরও বাড়বে বলে আশা করা যায়। তবে রক্ত ঠিক কীভবে ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে? এটা আপাতত রহস্যই থাক।''
পয়লা বৈশাখ অর্থাৎ ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের 'রক্তরহস্য' ছবিটি। সুরিন্দর ফিল্মসের পরিচালনায় ছবিটির পরিচালনা করেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। এর আগে Zee 24 ঘণ্টা ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সৌকর্য ঘোষাল স্বর্ণজা চরিত্রটি নিয়ে কথা বলার সময় জানিয়েছিলেন, ''ছবির গল্প এগোবে পেশায় আর জে স্বর্ণজাকে কেন্দ্র করে। ও রেডিওতে একটা ভীষণ জনপ্রিয় শো চালায়। তবে স্বর্ণজা একজন ভীষণই আবেগপ্রবণ মহিলা। চরিত্রটি শুধুমাত্র মনের দিক থেকে larger than life-বললেও ভুল হবে না। এই চরিত্রটার মনটা ভীষণ বড়। মানুষের ছোট ছোট বিষয় স্বর্ণজার মন ছুঁয়ে যায়। অনেক প্রান্তিক মানুষের ছোট্ট ছোট্ট দুঃখতেও তার খারাপ লাগে। এধরনের একটা চরিত্র। আর এই আবেগের কারণেই স্বর্ণজা বিভিন্ন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে। স্বর্ণজা সকলকেই সাহায্য করে, বড়লোক, গরিব লোক দেখে সাহায্য করে না। তবে জীবন বড়ই অদ্ভুত। জীবন আবার এই আবেগপ্রবণ মানুষগুলিকেই অনেক সময় ঠকায়। তাই স্বর্ণজাও বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাবে। ''
'রক্তরহস্য' ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, সুদীপা বসু, উজ্জ্বল মালাকার, ঋতব্রত মুখোপাধ্যায়ের মত অভিনেতা অভিনেত্রীদের।