Madhuri Dixit Mother Passes Away: মাতৃহারা মাধুরী, ‘প্রিয় বন্ধুকে’ হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী...

Madhuri Dixit Mother Passes Away: গত বছর মায়ের নব্বইতম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মাধুরী দীক্ষিত। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'শুভ জন্মদিন। যারা বলে, মা সবসময়ই মেয়ের প্রিয় বন্ধু, তারা সঠিকই বলেন। তুমি আমার জন্য যা কিছু করেছ, যা কিছু শিখিয়েছ, সবই তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার।'

Updated By: Mar 12, 2023, 01:54 PM IST
Madhuri Dixit Mother Passes Away: মাতৃহারা মাধুরী, ‘প্রিয় বন্ধুকে’ হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী...

Madhuri Dixit Mother death, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। রবিবার মাকে হারালেন অভিনেত্রী। ১২ মার্চ রবিবার প্রয়াত হন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকেই।

আরও পড়ুন- Salman Khan’s leaked photo from Tiger 3| Viral Photo: টাইগার ৩-এর সেট থেকে ফাঁস ছবি, ‘শাহরুখের রেকর্ড ভাঙবে সলমান’, দাবি ফ্যানেদের

রবিবার দুপুর তিনটে নাগাদ ওরলি শ্মশানে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে। এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক খবর জানিয়েছেন মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম নেনে। বিবৃতিতে বলা হয়েছে,  ‘আমাদের প্রিয় আই  (মা) স্নেহলতা দীক্ষিত আজ সকালে তাঁর প্রিয়জনদের মাঝে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

আরও পড়ুন- Monami Ghosh: ‘বাংলার উর্ফি’, বিকিনির পর এবার মেটাল ড্রেস পরে ট্রোলড মনামী...

গত বছর মায়ের নব্বইতম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মাধুরী দীক্ষিত। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'শুভ জন্মদিন। যারা বলে, মা সবসময়ই মেয়ের প্রিয় বন্ধু, তারা সঠিকই বলেন। তুমি আমার জন্য যা কিছু করেছ, যা কিছু শিখিয়েছ, সবই তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি শুধু আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।’মাধুরী ও তাঁর মায়ের বন্ডিং ছিল সত্যিই দুই বন্ধুর মতো। অভিনেত্রী হয়ে ওঠার পিছনে, সিনেমার জগতে তাঁর কেরিয়ার তৈরি করতে বরাবরই মাধুরীর পাশে ছিলেন তাঁর মা স্নেহলতা দীক্ষিত। শ্যুটিং সেট থেকে শুরু করে ইভেন্ট অল্প বয়সে মেয়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। মাধুরীও তাঁর মাকে সবসময় বন্ধুর সঙ্গেই তুলনা করেছেন। তবে আমেরিকা থেকে ফেরার পরও নানা জায়গায় মায়ের সঙ্গে দেখা গেছে মাধুরীকে।

আরও পড়ুন- Satish Kaushik: ১৫ কোটির জন্য খুন অভিনেতা সতীশ কৌশিক! বিস্ফোরক অভিযোগ অভিযুক্তের স্ত্রীর

২০১৩ সালে মাধুরীর মা 'গুলাব গ্যাং' এর জন্য একটি গান রেকর্ড করেছিলেন, সঙ্গে ছিলেন মাধুরীও। ছবির পরিচালক অনুভব সিনহা জানিয়েছিলেন, ‘আমরা যখন মাধুরীর কাছে ছবিতে একটি গান গাওয়ার জন্য আবেদন করেছিলাম, তখন তিনি খুশি মনে রাজি হয়েছিলেন। যখন তিনি রেকর্ডিংয়ের জন্য এসেছিলেন, তিনি তাঁর মায়ের সঙ্গে এসেছিলেন এবং আমরা ঐ রেকর্ডিং স্টুডিয়োতেই বসে জানতে পারি যে ওঁর মা খুব ভাল গায়িকা। তাই আমরা ওঁর মাকে জিজ্ঞেস করেছিলাম যে, তিনি গান গাইতে পারেন কি না। অবশেষে মাধুরী ও তাঁর মা দু'জনকেই ছবিতে গান গাইলেন।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.