'একসূত্রে গাঁথা কতগুলো জীবন'! মহালয়ায় বাঙালির আবেগকে উসকে দিল 'একান্নবর্তী'র পোস্টার
মহালয়ার দিন দুর্গাপুজোকে ঘিরে বাঙালির সমস্ত আবেগকে উসকে দিয়ে মুক্তি পেল মৈনাক ভৌমিকের ছবি 'একান্নবর্তী'র পোস্টার।
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপ কিছুটা কমতেই বাংলার আকাশে বাতাসে যেন শারোদৎসবের আমেজ। আর, আজ (বুধবার) মহালয়ার দিন দুর্গাপুজোকে ঘিরে বাঙালির সমস্ত আবেগকে উসকে দিয়ে মুক্তি পেল মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) ছবি 'একান্নবর্তী'র পোস্টার।
'চিনি'র সাফল্যের পর এবার একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। ছবির নাম 'একান্নবর্তী'। যার ক্যাপশান '৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), অলকানন্দা রায় (Alaknanda Roy) ও সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), অন্যন্য সেন (Ananya Sen)। প্রসঙ্গ, মৈনাক ভৌমিকের আগের ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে। এদিন প্রযেজনা সংস্থা SVF-র তরফে সেই ছবি পোস্টারই সামনে আনা হয়েছে।
আরও পড়ুন- প্রয়াত টেলিপর্দার 'রামায়ণ'-র 'রাবণ' Arvind Trivedi, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
একসূত্রে গাঁথা কতগুলো জীবন...
Presenting the official poster of #Ekannoborti by @talkmainak #AloknandaRoy @AdhyaAparajita #SauraseniMaitra #AnanyaSen #KoushikSen @pramukho @iammony #RoaringReleases #SVF25 pic.twitter.com/5ZUjbRx5Iv
— SVF (@SVFsocial) October 6, 2021
জানা যাচ্ছে, দুর্গাপুজোর পটভূমির উপর তৈরি হবে ছবির গল্প। যেখানে দেখা যাবে কোনও একসময় একসঙ্গে পাশপাশি থাকা যৌথ পরিবার আজ কালের নিয়মে আলাদা। দুর্গাপুজোকে ঘিরেই তাঁরা মিলিত হয়। তারপর সেখান থেকেই এগোবে ছবির গল্প। এর আগে ছবির বিষয়ে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) বলেছিলেন, ''একান্নবর্তী ছবিটা যৌথ পরিবারের গল্প বলে। বাড়ির পুজো, যেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা এখানে উঠে আসবে। এটা হল একটা মজার সুখ-দুঃখের গল্প। যেটা এই হতাশাজনক পরিস্থিতিতে বাঙালিকে যৌথ পরিবারের ইতিবাচক মনোভাবের কথা স্মরণ করিয়ে দেয়।'' জানা যাচ্ছে নভেম্বর মাসে মুক্তি পাবে এই 'একান্নবর্তী' ছবিটি।