The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস ব্যানের দাবি মৌলানার, কী বললেন বিবেক অগ্নিহোত্রী?

জম্মু ও কাশ্মীরের রাজৌরির জামিয়া মসজিদে জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মৌলানা ফারুককে বলছেন,'এই ছবি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।'

Updated By: Mar 28, 2022, 09:48 PM IST
The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস ব্যানের দাবি মৌলানার, কী বললেন বিবেক অগ্নিহোত্রী?

নিজস্ব প্রতিবেদন: 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) নিয়ে তোলপাড় সারা দেশে। ইতিমধ্যেই বক্স অফিসে(Box Office) রমরমিয়ে ব্যবসা করেছে এই ছবি। কিন্তু ছবি ঘিরে যেন বিতর্ক থামছেই না। একের পর এক বিতর্কের মুখে এই ছবি। 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে। কারোর মতে এই ছবি প্রচারমূলক তো কারোর মতে এটি সত্য ঘটনার জীবন্ত দলিল। ইতিমধ্যেই এই ছবির প্রশংসা করেছেন আমির খান(Amir Khan), সলমন খান(Salman Khan), অক্ষয় কুমারের(Akshay Kumar) মতো তারকারা।

একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের রাজৌরির জামিয়া মসজিদে জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মৌলানা ফারুককে বলছেন,'এই ছবি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এই দেশে শান্তি চাই। ৮০০ বছর আমরা এই দেশে শাসন করেছি। তোমরা সত্তর বছর রাজত্ব করে আমাদের নিশান মিটিয়ে দিতে চাও। তোমরাই শেষ হয়ে যাবে কিন্তু সাচ্চা মুসলিমরা রয়ে যাবে।' 

সেই ভিডিও টুইট করে পরিচালক লিখেছেন,''রাজৌরি মৌলানা বলছেন,'৮০০ বছর আমরা এই দেশে শাসন করেছি। তোমরা সত্তর বছর রাজত্ব করে আমাদের নিশান মিটিয়ে দিতে চাও?' বন্ধুরা এভাবেই কাশ্মীর থেকে কাশ্মীরী পন্ডিতদের নিশান মিটিয়ে ফেলা হয়েছে।''

১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করতে যে গণহত্যা চলেছিল সেই ঘটনাকে কেন্দ্র করেই 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবিটিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। তিন সপ্তাহ ধরে রমরমিয়ে চলছে এই ছবি। ইতিমধ্যেই বক্স অফিসে ২৫০ কোটির বেশি ব্যবসা করেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। 

আরও পড়ুন: Will Smith থেকে Shah Rukh-Salman-Akshay-Hrithik, মেজাজ হারিয়ে প্রকাশ্যে চড় মেরেছেন যে তারকারা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.