জলপাইগুড়ির বাড়িতে হাজির মিমি চক্রবর্তী, পাড়ার পুজোর উদ্বোধন করলেন সাংসদ, অভিনত্রী

এদিন সবসময়ই মাস্ক পরে থাকতে দেখা গেল মিমিকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 14, 2020, 02:17 PM IST
জলপাইগুড়ির বাড়িতে হাজির মিমি চক্রবর্তী, পাড়ার পুজোর উদ্বোধন করলেন সাংসদ, অভিনত্রী

নিজস্ব প্রতিবেদন:  সকলকে চমকে দিয়ে দীপাবলির ঠিক আগেই হঠাৎ ঝটিকা সফরে জলপাইগুড়ির বাড়িতে হাজির সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বাড়িতে পৌঁছে, পরিবারের লোকজনকে সময় দেওয়ার ফাঁকেই পাড়ার পুজোর উদ্বোধনও করলেন সাংসদ, অভিনেত্রী। তবে এদিন সবসময়ই মাস্ক পরে থাকতে দেখা গেল মিমিকে।

জানা যাচ্ছে, দিন কয়েকের ছুটিতে দেশের বাড়ি জলপাইগুড়ির পান্ডাপাড়ায় এসেছেন মিমি। তাঁর বাড়ির পাশেই রয়েছে পান্ডাপাড়া কালীবাড়ি। আর তার পাশেই নবীন সংঘ ক্লাব। অনেকদিন ধরেই সেই ক্লাবের সদস্য তিনি। প্রতিবেশীদের অনুরোধে বৃহস্পতিবার রাতে ক্লাবের পুজোর উদ্বোধনেও ছিলেন মিমি। উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। 

আরও পড়ুন-হাবজি গাবজি: সন্তানকে দেওয়ার সময় নেই,তাকে ভোলাতে হাতে মোবাইল দিয়ে বিপদ ডাকছেন না তো?

ক্লাব সদস্য অভিজিৎ দাস জানালেন মিমি আসবে সেই খবর ছিলো। কিন্তু আজকেই আসবে আমাদের জানা ছিলনা আমাদের। এসে পূজো উদ্বোধন করলো। এতে আমরা খুব আনন্দিত। এদিনের অনুষ্ঠান মঞ্চে রাখা উদ্বোধনী ভাষণে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি প্রচার করতে দেখা যায় তৃনমুল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

.