পুলিসকে সুস্থ রাখতে হৃত্বিকের প্রচেষ্টা, দেখুন কী করলেন অভিনেতা

নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে পালটা ধন্যবাদ জানান অভিনেতা 

Edited By: জয়িতা বসু | Updated By: May 8, 2020, 06:00 PM IST
পুলিসকে সুস্থ রাখতে হৃত্বিকের প্রচেষ্টা, দেখুন কী করলেন অভিনেতা

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের রাস্তায় কর্তব্যরত পুলিস কর্মীরা যাতে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সেই প্রচেষ্টা শুরু করলেন হৃত্বিক রোশন। মুম্বই পুলিসের জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার পাঠালেন হৃত্বিক রোশন। পুলিস কর্মীরা যাতে কাজের সময় নিজের হাতকে সাফ সুতরো রাখতে পারেন, সেই চেষ্টাই করেন বলিউড অভিনেতা।

পুলিসের কাছে হৃতবিকের উপহার পৌঁছতেই পুলিস অভিনেতাকে ধন্যবাদ জানানো হয়। মুম্বই পুলিসের তরফে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ধন্যবাদ জানানো হয় বলিউডের গ্রিক গড-কে। মুম্বই পুলিসেও অবশ্য হৃত্বিক পালটা ধন্যবাদ জানান নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

 

তবে এই প্রথম নয়। এর আগে অক্ষয় পাত্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে লক্ষাধিক মানুষের পেট ভরানোর দায়িত্ব নেন হৃত্বিক রোশন। সেই তালিকায় যেমন পথবাসী মানুষরা রয়েছেন, তেমনি বিভিন্ন বৃদ্ধাশ্রমের একাধিক অসহায় মানুষ রয়েছেন বলে খবর। হৃত্বিকের ওই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদও জানান নেট জনতা।

.