Raj Kundra-র পুলিস হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়ালো আদালত

এই মামলায় ধৃত রাজের সহকারী আইটি প্রধান রায়ান থর্পকেও ২৭ তারিখ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানো হয়েছে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 23, 2021, 03:26 PM IST
Raj Kundra-র পুলিস হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়ালো আদালত

নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornograpy) মামলায় ফের বাড়ল শিল্পার স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)র পুলিস হেফাজতের মেয়াদ। ২৩ জুলাই হেফাজত শেষে রাজকে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে পুলিস। আদালত রাজ কুন্দ্রার পুলিস হেফাজত আগামী ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করে। তবে শুধু রাজ নয়, এই মামলায় ধৃত তাঁর সহকারী আইটি প্রধান রায়ান থর্পকেও ২৭ তারিখ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানো হয়েছে। 

ANI- সূত্রে খবর, শুক্রবার মুম্বই পুলিস আদালতকে জানিয়েছে, তাঁদের সন্দেহ রাজ পর্নোগ্রাফি (Pornograpy) ব্যবসা থেকে উপার্জনের টাকা অনলাইন বেটিং-এ লাগাতেন। রাজ কুন্দ্রা (Raj Kundra)র ইয়েস ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক অফ আফ্রিকার অ্যাকাউন্টগুলির লেনদেন সন্দেহজনক। 

আরও পড়ুন-Pornography থেকে আয়ের বিপুল টাকা অনলাইন বেটিং-এ লাগাতেন Raj Kundra!

এদিকে শুক্রবার শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পাপারাৎজির ক্যামেরার সামনে রাজ কুন্দ্রা (Raj Kundra)কে হাত জোড় করতে দেখা যায়। এদিকে স্বামীর গ্রেফতারির পর শুক্রবারই প্রথম সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন শিল্পা শেঠি।  বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন শিল্পা। জেমস থার্বারের একটি উক্তি সেখানে দেখা যায়। যার অর্থ, রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।

এরপর বিশদে সেই উক্তির ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। যেখানে লেখা, ''যারা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্যের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের উপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারে না।''

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.