রূপোলি পর্দায় পায়েল-অলিভিয়ার ''আবার অরণ্যের দিনরাত্রি''

আবার এক ভ্রমণকাহিনি যা বাঙালির ভ্রমণ পিপাসু সত্ত্বাকে আরও একবার প্রলোভিত করবে।

Updated By: Jan 7, 2022, 03:33 PM IST
রূপোলি পর্দায় পায়েল-অলিভিয়ার ''আবার অরণ্যের দিনরাত্রি''
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুতেই যেন নস্টালজিয়ার রেশ। সত্যজিত্ রায়ের অরণ্যের দিনরাত্রি-র মতো আবার এক ট্রাভেলগ। আবার এক ভ্রমণকাহিনী যা বাঙালির ভ্রমণ পিপাসু সত্ত্বাকে আরও একবার প্রলোভিত করবে। ভাবছেন নিশ্চয়ই কোন বাংলা ছবির কথা বলছি। ঠিকই ধরছেন, বছরের শুরুতেই পরিচালক সুমন মৈত্রর নতুন ছবির ঘোষণা।

ছবির নাম ''আবার অরণ্যের দিনরাত্রি''। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন চারজন বন্ধু। অভিনয় করছেন অভিনেত্রী পায়েল সরকার, অলিভিয়া সরকার, রুপ্সা মুখোপাধ্যায়, জাজ সরকার। সম্মানীয় সত্যজিত রায় এর ক্লাসিক ও সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি' থেকে অনুপ্রাণিত এই সিনেমার গল্প আবার অরণ্যের দিনরাত্রি। 

তাছাড়া বাংলায় চারমূর্তি, ‘চলো লেটস গো’, ‘বাই বাই ব্যাংকক’, ‘বালুকাবেলা ডট কম’, ‘ছ-এ ছুটি’, ‘হইচই আনলিমিটেড’-এ সবের বাইরে ট্রাভেলগ সেভাবে তৈরি হয়নি। ফেলুদা বা ব্যোমকেশও খানিকটা সেই ছোঁঁয়া দিয়েছে দর্শককে। তবে আরও একবার ভ্রমণকাহিনি বলার সাহস দেখাচ্ছে পরিচালক। 

আরও পড়ুন, Subhashree-Raj: নিভৃতবাসে কীভাবে সময় কাটাচ্ছেন শুভশ্রী, স্ত্রীর অজান্তেই ভিডিও করলেন রাজ

পরিচালক সুমন মৈত্র জানালেন "চারজন বন্ধু যারা ট্রাভেল এর vlog তৈরী করে, কোনও একদিন ঘুরতে যায় এক অরণ্যময় প্রান্তে। আর সেখান থেকেই সূচনা হয় ছবির চিত্রনাট্যের। তবে ছবিতে দর্শক পুরোপুরি অন্যরকম চরিত্রে দেখতে পাবে পায়েল, অলিভিয়া, জাজ ও রুপ্সাকে। ছবির পুরো শ্যুটিং হবে নর্থ বেঙ্গলে।"

এরআগেও দর্শকদের দশমী ছবি উপহার দিয়েছিলেন পরিচালক। সম্পূর্ণ অন্যভাবে ছবির পর্দায় ধরা দিয়েছিলেন কোয়েল মল্লিক ও ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ট্রাভেলগের জন্য এ ছবিতে গানের অনেকটা অংশ জুড়ে রয়েছে রবীন্দ্রসঙ্গীত।

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App      

.