close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

মাথায় চওড়া সিঁদুর, হাতে চূড়া, নিখিলের হাত ধরেই কলকাতায় ফিরলেন নুসরত

 ২৩ তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখেন নুসরত-নিখিল।

Updated: Jun 24, 2019, 04:18 PM IST
মাথায় চওড়া সিঁদুর, হাতে চূড়া, নিখিলের হাত ধরেই কলকাতায় ফিরলেন নুসরত

নিজস্ব প্রতিবেদন: পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, হাতে লাল-সাদা চূড়া, মাথায় চওড়া সিঁদুর। হাবি নিখিল জৈনের হাত ধরে কলকাতায় ফিরলেন সদ্য বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এদিন নিখিলের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চোস্তা। ২৩ তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখেন নুসরত-নিখিল।

নবদম্পতি কলকাতা বিমানবন্দরে পা রাখতেই তাঁদের বরণ করে নিতে দেখা যায়। সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন-ইয়র্ট পার্টি থেকে মেহেন্দি ও সঙ্গীত, দেখুন নুসরত-নিখিলের বিয়ের ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সকলের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় নব দম্পতি নুসরত ও নিখিলকে। প্রকাশ্যেই নুসরতের মুখের উপর পড়া চুল হাত দিয়ে সরাতে দেখা গেল নিখিলকে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তুরস্কের বোদরুম শহরে ঘটা করে বসেছিল নুসরতের বিয়ের আসর। যে অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠানের থেকে কোনও অংশে কম নয়। ইতিমধ্যেই বিয়ের পর নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে ঠিক কেমন ছিল বোদরুমের পাঁচতারা হোটেল হোটেল 'সিক্স সেন্সেস কাপালাঙ্কায়া'তে নুসরতের বিয়ের আসর। কেমন ছিল ১৭ জুন আয়োজিত ইয়র্ট পার্টি থেকে শুরু করে মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান? সোশ্যাল মিডিয়ায় উঠে এল তারই ঝলক। দেখুন এই বিশেষ ভিডিয়ো...

আরও পড়ুন-শহরে আসছে নতুন গোয়েন্দা শান্তিলাল

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে নুসরত-নিখিলের হোয়াইট ওয়েডিংয়ের বেশকিছু ছবিও। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আগামী ৪ জুলাই রয়েছে কলকাতায় নুসরত ও নিখিলেন রিসেপশন পার্টি।

আরও পড়ুন-স্টেডিয়ামের ঢোকার মুখে পাক সমর্থকের বিদ্রূপ, নবাবি কেতায় জবাব সইফের