অল্প বয়সী হেমা মালিনীর ভারতনাট্যমের ভিডিয়ো ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

তবে তিনি শুধুই অভিনেত্রী নন, দক্ষ নৃত্যশিল্পীও। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 3, 2020, 07:33 PM IST
অল্প বয়সী হেমা মালিনীর ভারতনাট্যমের ভিডিয়ো ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ ভারত থেকে মুম্বইয়ে পা রেখে একসময় বলিউডে সদর্পে রাজত্ব করেছেন হেমা মালিনী। হয়ে উঠেছেন বলিউডের 'ড্রিম গার্ল'। তাঁর অভিনয় ও সৌন্দর্য ঝড় তুলেছে বহু পুরুষ হৃদয়ে। তবে তিনি শুধুই অভিনেত্রী নন, দক্ষ নৃত্যশিল্পীও। 

একটা সময় অভিনয়ের পাশাপাশি বহু অনুষ্ঠানে ভারতনাট্যম পরিবেশন করেছেন হেমা মালিনী। সম্প্রতি, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন হেমার অল্প বয়সের নৃত্যানুষ্ঠানের একটি ভিডিয়ো। যেটি কিনা ১৯৬৮ সালের। যেটির ক্যাপশানে লেখা, 'A clip from L'inde Fantôme by Louis Malle.1969'। ইতিমধ্যেই ভিডিয়োটি ২ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক পড়েছে ১.৪ লক্ষ।

আরও পড়ুন-লাল লেদার স্কার্ট, সঙ্গে জ্যাকেট, ফটোশ্যুটে আগুন ঝরালেন মিমি, দেখে ভয় পেলেন আবীর!

ভিডিয়োটি দেখে হেমার নৃত্যশৈলীতে মুগ্ধ অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন।

হেমা মালিনীর দুই মেয়ে এষা ও অহনাও মায়ের কাছ থেকে ভারতনাট্যমের তালিম নিয়েছেন। বহু অনুষ্ঠানে দুই মেয়েকে নিয়েও পারফর্ম করতে দেখা গিয়েছে হেমাকে। সম্প্রতি ৭২ এ পা দিয়েছেন বলিউডের 'ড্রিম গার্ল'।

আরও পড়ুন-৩৯বছরে বয়সে প্রথমবার মা হচ্ছেন, 'বেবি বাম্প'-এর ছবি পোস্ট করলেন অনিতা হাসানন্দানি

.