বিশ্ব প্রতিবন্ধী দিবস: প্যারা অ্যাথলিটদের হুইলচেয়ার দিলেন শাহরুখ

 বিশেষ এই দিনে শারীরিক ভাবে বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটদের জন্য ৫০টি হুইলচেয়ার দিলেন শাহরুখ।

Updated By: Dec 4, 2018, 04:22 PM IST
বিশ্ব প্রতিবন্ধী দিবস: প্যারা অ্যাথলিটদের হুইলচেয়ার দিলেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদন: ৩ নভেম্বর, বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর এই দিনে বিশেষ পদক্ষেপ নিলেন বিশেষ পদক্ষেপ নিলে বলিউড বাদশা শাহরুখ খান। বিশেষ এই দিনে শারীরিক ভাবে বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটদের জন্য ৫০টি হুইলচেয়ার দিলেন শাহরুখ।

গত সেপ্টেম্বরে ভারতের প্যারা অলিম্পিক কমিটির তরফে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিং খান। যেখানে এশিয়ান প্যারা গেমস ২০১৮-র স্বর্ণ পদকজয়ী দীপা মালিকদের মতো বেশকিছু অ্যথলিটদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এরপরই দীপা মালিকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন 'রইস' তারকা। দীপার প্রশংসা করে শাহরুখ বলেছিলেন, '' দীপার মতো মেয়েকে জানতে পারা, ওর সঙ্গে আলাপ করার সুযোগ সত্যিই অসাধারণ অভিজ্ঞা। ও শুধু অনেকের কাছে অনুপ্রেরণাই নয়, বরং ও আমাদের অনেকেরই প্রতিফলন, যেটা আমাদের বুঝিয়ে দেয় আমরা অনেকেই অসম্পূর্ণ। এটা আমাদের উপই নির্ভর করে যে আমরা আমাদের প্রতিবন্ধকতাকে কীভাবে গ্রহণ করব, আর লক্ষ্যের পথে এগিয়ে যাব।  নিজেদের লক্ষ্যে না পৌঁছনোর জন্য। আসন্ন প্রতিযোগিতায় যোগ দিতে চলা প্যারা অ্যাথলিটদের ধন্যবাদ, যাঁরা আমাদের স্বপ্ন পূরণ করতে চলেছে। ''

আরও পড়ুন-'রণবীরের সঙ্গে বিচ্ছেদ আশীর্বাদের মতো', মুখ খুললেন ক্যাটরিনা

শাহরুখ খানের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন প্যারা অ্যাথলিটদের সহায়তায় এগিয়ে আসে এপ্রসঙ্গে দীপা মালিক বলেন, ''এ খুবই আনন্দের বিষয়, যে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন প্যারা অ্যাথলিটদের জন্য এগিয়ে এসেছে। এটা আমাদের মনোবলকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। এগিয়ে যেতে সাহায্য করবে। ''

প্রসঙ্গত, শাহরুখের এই স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশনের পক্ষ থেকেই ৫০টি হুইল চেয়ার প্যারা অ্যাথলিটদের জন্য দেওয়া হল।

আরও পড়ুন-'জিও নেহি চল রহা', দীপবীরের রিসেপশনে প্রশ্নের মুখে রিলায়্যান্স কর্তা

.