'আত্মহত্যা নয়, খুন', নাহারগড় কেল্লায় দেহ উদ্ধারের ঘটনায় দাবি মৃতের দাদার

''আত্মহত্যা নয়, আমার ভাইকে খুন করা হয়েছে।'' রাজস্থানের নাহারগড় কেল্লায় দেহ উদ্ধারের ঘটনায় এমনই দাবি করলেন মৃতের দাদা। 

Updated By: Nov 24, 2017, 05:59 PM IST
'আত্মহত্যা নয়, খুন', নাহারগড় কেল্লায় দেহ উদ্ধারের ঘটনায় দাবি মৃতের দাদার

নিজস্ব প্রতিবেদন : ''আত্মহত্যা নয়, আমার ভাইকে খুন করা হয়েছে।'' রাজস্থানের নাহারগড় কেল্লায় দেহ উদ্ধারের ঘটনায় এমনই দাবি করলেন মৃতের দাদা। 

শুক্রবার সকালেই নাহারগড় কেল্লা থেকে উদ্ধার হয় একটি ঝুলন্ত দেহ। সঙ্গে মেলে খোদাই করা দু’টি সুইসাইড নোট। যার একটিতে লেখা, 'পদ্মাবতীর বিরোধিতায়'। অন্যটিতে লেখা, 'আমরা কুশপুতুল দাহ করি না, ঝুলিয়ে দিই।' আর পরই 'পদ্মাবতী'র বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় ব্রহ্মপুরী থানার পুলিস। 

এবিষয়ে জয়পুর উত্তরের DCP সত্যেন্দ্র সিং জানান, দেহটি ইতিমধ্যেই তাঁর ভাইয়ের বলে  দাবি করেছেন রাম রতন সায়ানি নামে এক ব্যক্তি। রাম রতনের দাবি, তাঁর ভাই আত্মহত্যা করতে পারে না। তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তও দাবি করেছেন তিনি। 

এদিকে 'পদ্মাবতী' বিতর্ক যেন কোনওভাবেই থামছে না।  এর আগে সিনেমার পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও দীপিকা পাড়ুকোনকে দেওয়া কারণি সেনা মাথা কাটার হুমকির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছিল।  

আরও পড়ুন-  ‘পদ্মাবতী’র বিরোধিতা, নাহারগড় কেল্লায় উদ্ধার ঝুলন্ত দেহ

 

.